পরিবেশ সচেতনতায় গ্রীন ভয়েসের সাইকেল র‍্যালি

প্রকাশ:

Share post:

বার্তাবুলেটিন ডেস্ক: আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “প্লাস্টিক নয়, দূষণ নয়, পৃথিবী বাঁচাও,বাংলাদেশ বাঁচাও; পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ”এর দাবীতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৫ জুন) সকাল ৯.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিসি চত্বরে উপস্থিত থেকে সাইকেল র‍্যালি কর্মসূচির উদ্বোধন করেন গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির।এসময় র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর সহ সমন্বয়ক হুমায়ুন কবির সুমন, খুলনা বিভাগীয় সমন্বয়ক আরিফুর রহমান , ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক শাকিল কবির,রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ফাহমিদা নাজনীন, গ্রীন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তারেক রায়হান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল কাদের জিলানী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা রেজওয়ান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা কলেজ গ্রীন ভয়েস এর সংগঠক মোঃ তারেক সহ অন্যান্য ইউনিটের প্রতিনিধিবৃন্দ।

র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর থেকে শুরু করে ফুলার রোড বুয়েটের পাশের স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বর,কেন্দ্রীয় শহীদ মিনার, কার্জন হল,দোয়েল চত্বর,বাংলা একাডেমি হয়ে টিএসসি রাজু ভাস্কর্যে এসে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচির উদ্বোধনকালে জনাব আলমগীর কবির বলেন,বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০০২ সালে বাংলাদেশে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করে আইন করা হয়েছে কিন্তু এই আইনটি যথাযত প্রয়োগের অভাবে প্লাস্টিক থেকে পরিবেশ দূষণ মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যাপকভাবে ব্যবহারের ফলে আমাদের দেশের নদী সমূহ ধ্বংস হচ্ছে, শহর গুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে কাগজ, পাট বা সুতির কাপড়ের ব্যাগের ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ জানান।

গ্রীন ভয়েস এর সহ- সমন্বয়ক হুমায়ুন কবির সুমন বলেন,পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। সরকার এগুলোর ব্যবহার বন্ধের বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করি।

আরও পড়ুন:  হাবিপ্রবিতে গ্রীন ভয়েসের স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সমাপনী বক্তব্যে গ্রীন ভয়েস এর খুলনা বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রের ভারপ্রাপ্ত সমন্বয়ক আরিফুর রহমান বলেন, এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’, আর স্লোগান হলো ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’। পলিথিন ও প্লাস্টিক আমাদের শুধু পরিবেশ ও জীববৈচিত্র্যকে ধ্বংস করছে না, মানবস্বাস্থ্যের ওপর এর ব্যাপক প্রভাব পড়ছে। ভবিষৎ প্রজন্মকে বাঁচাতে এখনই আমাদেরকে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমাতে হবে।

গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় টিম ছাড়াও ঢাকার বাহিরে গ্রীন ভয়েস এর বিভিন্ন ইউনিট বিশ্ব পরিবেশ দিবস নানান আয়োজনে উদযাপন করছেন। গ্রীন ভয়েস হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় কুইজ, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা,গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা,ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা,মাগুরা শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা,দিনাজপুর সরকারি কলেজ,রাজশাহী বিশ্ববিদ্যালয় ,রাজশাহী সরকারি কলেজ,লালমনিরহাট জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলা শাখা,খুলনার কয়রা উপজেলা শাখা বৃক্ষরোপণ, র‍্যালি,মানববন্ধন, আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেন।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading