ঢাকাশুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

যেভাবে যাত্রা শুরু হয় গ্রীন ভয়েস বহ্নিশিখার

প্রতিবেদক
বুলেটিন বার্তা
ফেব্রুয়ারি ২৫, ২০২২

বহ্নিশিখা: ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই, পাই অনুপ্রেরণা। আমরা জানি, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুই মনীষীই হিন্দু নারীদের অন্ধকারাচ্ছন্ন বন্দীজীবনে প্রথম আলোর শিখাটি জ্বেলেছিলেন। তাঁরাই ছিলেন বাংলার নারী জাগরণের পথিকৃৎ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলিম নারীদের অন্তঃপুরে তাঁদের প্রজ্জ্বলিত আলোর শিখা ঠিকমতো পৌঁছাতে পারেনি। সেই অবস্থায় উনবিংশ শতাব্দীর শেষভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত মুসলিম সমাজপতিদের রক্তচক্ষু ও অন্যায় অনুশাসনকে উপেক্ষা করে সামাজিক রক্ষণশীলতার অচলায়তনকে ভেঙে নারীসমাজকে মুক্তির আলোয় উদ্ভাসিত করার লক্ষ্য নিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। পরবর্তী সময়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এই বাংলার সকল নির্যাতিত ও মুক্তিকামী নারীর অন্তরে আজও অনন্যসাধারণ মহীয়সী নারী রোকেয়া প্রেরণার উৎস হয়ে আছেন। শতবর্ষের পরিক্রমায় আমরা খুঁজে পাই আরও অনেক নাম লীলা নাগ, সুফিয়া কামাল, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ। তাঁদের প্রত্যেকের অপরিসীম অবদান ও ভূমিকার কথা আমাদের অজানা নয়।

এছাড়া ইতিহাসে এমন অনেক নারী ছড়িয়ে আছেন, যাঁরা কথাবার্তায়, চলাফেরায়, পোশাকে-আশাকে, নাচে-গানে সংস্কৃতিবান হওয়ার উদাহরণও তৈরি করেছিলেন। বাঙালি নারীরা যে আজ আধুনিকা হতে পেরেছেন, তার পেছনে আরও বহু নারীদের ভূমিকা ও অবদান রয়েছে। তাঁদের পদযাত্রার ধ্বনি একুশ শতকেও যেন প্রতিধ্বনিত হয়ে চলেছে। সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্যপূর্ণ অবস্থানের বিরুদ্ধে এগিয়ে যেতে আমরা তাঁদের মাধ্যমে এখনও অনুপ্রাণিত হই। অনুপ্রাণিত হই নারী-পুরুষের সম-অধিকারের সংগ্রামকে এগিয়ে নিতেও।

“মাতা ভগিনী, কন্যে! আর ঘুমিও না, উঠো” – প্রায় শত বছর আগে রোকেয়া সাখাওয়াতের এ আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের নারীরা এখনও যেন জেগে উঠছে। তারা ক্রমাগতভাবে সংগঠিত হচ্ছে। ঘরের কোণ থেকে বেরিয়ে এসে বিভিন্ন কাজের সাথে যুক্ত হচ্ছে। নিজেদের ভাগ্যোন্নয়ন করছে। অন্যের ভাগ্যোন্নয়নেও সহায়তা করছে। কূপমণ্ডুকতার অন্ধকার থেকে মুক্ত করে সমাজকে এগিয়ে নেয়ার কাজে অবদান রাখছে। পরিবেশ সুরক্ষার জন্য হাল ধরেছে। আর সেইসব বলিষ্ঠ ও সুন্দর মনের বিভিন্ন বয়সের নারীদের নিয়েই আমাদের ভিন্ন এক প্রচেষ্টা। এই প্রয়াসের মধ্য দিয়ে একদিকে যেমন নারী জীবন আরও ধন্য ও সুসমৃদ্ধ হবে, অন্যদিকে তারা দেশ ও মানুষের জন্যও আরও বড় অবদান রাখার একটি বিশ্বস্ত ক্ষেত্র খুঁজে পাবে।

আরও পড়ুনঃ  সেলাই মেশিন বিতরণ ও দর্জি প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরতায় নারী গ্রুপের কার্যক্রম শুরু

আমরা আর্থিকভাবে খুব ছোট প্রতিষ্ঠান হলেও আমাদের মনে হয় মানুষের ভালোবাসা ও সমর্থনের মাপকাঠিতে আমরা খুবই সমৃদ্ধ একটি সংগঠন। এটাই আমাদের শক্তি। আমরা এই শক্তি আরও বাড়াতে চাই। আমরা সকলের আরও সমর্থন ও সহযোগিতা চাই।

লেখক: মো: আলমগীর কবির, প্রধান সমন্বয়ক গ্রীন ভয়েস ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাপা।

সর্বশেষ - জাতীয়

নির্বাচিত সংবাদ

পবিত্র লাইলাতুল কদরের ইবাদাত

শহীদ নজিব উদ্দিন খান কলেজ এমপিওভুক্ত হওয়ায় সভাপতিকে ধন্যবাদ গভর্ণিং বডির

bangabandhu

হাবিপ্রবিতে বঙ্গবন্ধু, ধর্মনিরপেক্ষতা ও বর্তমান প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বেরোবি ছাত্রলীগ নেতা পার্থর অভিনব প্রতিবাদ

স্মার্টফোন কিনে না দেয়ার বাবা-মার সাথে অভিমান করে আত্মহত্যা

সময়ের পরিক্রমায়

আশ্রয়ণ প্রকল্প নিয়ে অভিযোগ, পরিদর্শনে গেলেন ইউএনও

হলুদ ফুলকপি

হলুদ ফুলকপি চাষে লাভবান শরীয়তপুরের আব্দুর রাজ্জাক

নওগাঁর প্রত্যন্ত গ্রামে আলো ছড়িয়ে যাচ্ছে ‘মজিবুর রহমান স্মৃতি পাঠাগার’

হাবিপ্রবিতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ