ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

হাবিপ্রবিতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ

হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশনকৃত) জন্য “স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ আর” শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ সকাল ৯.৩০ টায় আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর প্রফেসর ড. আবু হেনা মোঃ মাহবুব উল লতিফ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, শিক্ষা ও গবেষণা কার্যক্রমের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে সহায়ক বিষয় গুলোর উপর আমরা প্রতিনিয়ত গুরুত্ব দিচ্ছি। মানসম্পন্ন গবেষণার উপর গুরুত্ব দিয়েই আমরা নিয়মিতভাবে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে যাচ্ছি। প্রশিক্ষণ মানুষের দক্ষতা বৃদ্ধি করে। এসব প্রশিক্ষণ কর্মশালা হতে প্রাপ্ত জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, ভালো জার্ণালে পেপার পাবলিশ করতে চাইলে অ্যানালাইসিস এর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসম্পন্ন গবেষণার জন্য আপনি যে মেথড টা ব্যবহার করছেন সেটি কতটা যুক্তিসঙ্গত সেটি বিবেচনা করতে হবে। এজন্য আমরা ধারাবাহিকভাবে পাইথনের উপর প্রশিক্ষণ প্রদান করেছি, ম্যাটল্যাব এর উপর প্রশিক্ষণ প্রদান করেছি, এরপর ব্লক চেইনের উপর প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। লক্ষ্য একটাই, সেটি হলো মানসম্পন্ন গবেষণা।

পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  হাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সভাপতি মুবাশ্বির, সম্পাদক মাসুদ

সর্বশেষ - জাতীয়

নির্বাচিত সংবাদ

ফুলবাড়ী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী উদ্ধার

করোনা সচেতনায় হাবিপ্রবি গ্রীন ভয়েস’র মাস্ক ও লিফলেট বিতরণ

ডিজিটাল অনলাইন নিরাপত্তা প্রশিক্ষণ দিচ্ছে ফেসবুক ও ইউএন উইমেন

কাল থেকে হাবিপ্রবিতে শুরু হচ্ছে অনলাইনে পরীক্ষা

করোনা সচেতনতায় ৬৫ কি.মি পথ পাড়ি দিয়ে হাবিপ্রবি গ্রীন ভয়েসের মাস্ক বিতরণ

হাবিপ্রবির নির্মাণাধীন ভবনের স্টোররুমের হ্যাসবোর্ড ভেঙে ২৪৬ কয়েল ইলেকট্রিক তার চুরি

কাতার বিশ্বকাপ উদ্বোধনে যা ছিল

পাটগ্রামে বহ্নিশিখার আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণের সনদ বিতরণী অনুষ্ঠিত

লিঙ্গ সমতায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

নারী সাংবাদিকতার পথিকৃৎ নূরজাহান বেগম