ঢাকাবৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

দেশের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয়

প্রতিবেদক
বুলেটিন বার্তা
জানুয়ারি ২৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশ ও বিশ্ব বিজ্ঞান একাডেমীর ফেলো কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. তোফাজ্জল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন জার্মান দূতাবাসে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনারারি কনস্যুল এবং ফর বাংলাদেশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসনাত মিয়াঁ।

আজ বৃহস্পতিবার সকাল ৮:০০ টায় হোটেল ল্যা মেরিডিয়ানে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ-জার্মান বৈজ্ঞানিক ও কারিগরী সহযোগীতার বিষয় নিয়ে আশাব্যঞ্জক এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয়।

জার্মানির ইউনিভার্সিটি অভ গটিংগেন এবং ম্যাক্সপ্লাংক ইনস্টিটিউটে দুবছরব্যাপী আলেকজান্ডার ফন হুমবোল্ডট ফেলো হিসেবে গবেষণা কাজের অভিজ্ঞতা এবং বেশ কয়েকজন জার্মান অধ্যাপকের সাথে গমের ব্লাস্ট রোগ এবং জিন এডিটিং বিষয়ে গবেষণার অগ্রগতি সংক্ষিপ্তভাবে বর্ণনা তুলে ধরেন অধ্যাপক তোফাজ্জল ইসলাম। এসময় অনারারি কনস্যুল ইন্জিনিয়ার হাসনাত মিয়াঁ জার্মানির বিশ্বখ্যাত ম্যাক্সপ্লান্ক ইনস্টিউট এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইনস্টিটিউট অভ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং (আইবিজিই)র বিজ্ঞানীদের শক্তিশালী যৌথ গবেষণা কার্যক্রম করার সুযোগ তৈরির করতে প্রত্যয় ব্যক্ত করেন।

অধ্যাপক তোফাজ্জল ইসলাম বলেন, দেশের কল্যাণে অফশোর-অনশোর সংযোগের মাধ্যমে একযোগে কাজ করা হবে। আমি দেখেছি, করোনা মোকাবিলা এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে ইঞ্জিনিয়ার হাসনাত মিয়াঁ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই করোনা মহামারীতে তিনি দেশের মানুষের কথা ভেবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, চিকিৎসা উপকরণসহ নানাবিধ মূল্যবান উপকরণ জার্মানি থেকে বাংলাদেশে পাঠিয়েছেন এবং বাংলাদেশ-জার্মান কারিগরী সহযোগীতা উন্নয়নে অত্যন্ত সফলভাবে তিনি কাজ করে যাচ্ছেন। এছাড়া জার্মানিতে আমার কয়েকজন প্রাক্তন ছাত্রছাত্রী ডিএএডি স্কলারশিপ নিয়ে গটিংগেন এবং বন বিশ্ববিদ্যালয়, জার্মানিতে অবস্থানরত বাংলাদেশী গবেষকদের নানারকম সহযোগীতা প্রদানে চেষ্টা করে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফরে এসে ইঞ্জিনিয়ার হাসনাত মিয়াঁ ‘ফর বাংলাদেশ এসোশিয়েশন’ জার্মানী এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছো মুজিব হাসপাতাল ও নার্সিং কলেজে একটি আল্ট্রাসাউন্ড মেশিন অনুদান হিসেবে দিয়েছে। এর আগে ২০১৭ সালে ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশন, জার্মানি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ যৌথভাবে বিনামূল্যে নিউরো এবং প্লাস্টিক সার্জারি ক্যাম্পের আয়োজন করেছিলো। ওই আয়োজনে গরীব ও সুবিধা বঞ্চিত রোগীরা চিকিৎসা সেবা পেয়েছিলেন।শুধু তাই নয়  ২০১২ সাল থেকে ফর বাংলাদেশ এসোসিয়েশন, জার্মানি নামের এই সংগঠনটি আগুনে, পেট্রোলে পুড়ে যাওয়া মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে। ২০১৫ সালে বিএনপি-জামাতের হরতাল, জ্বালাও পোড়াওয়ে যখন শত শত মানুষ বার্ণ ইউনিটে ভর্তি হয়ে বাচার জন্য কান্নাকাটি করেছিল তখন  ইঞ্জিনিয়ার হাসনাত মিয়াঁর নেতৃত্বে জার্মান থেকে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে এসে মানুষকে সেবা দেয়া হয়। এছাড়া বিনামূল্যে পঙ্গু রোগীদের প্লাস্টিক পা, হাত ইত্যাদি দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এপিএস ফেলো সম্মাননা পেলেন বাংলাদেশি বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল

সর্বশেষ - জাতীয়

নির্বাচিত সংবাদ

কুড়িগ্রাম ভেটেরিনারি এসোসিয়েশনের আহবায়ক ড. গোলজার, সদস্য সচিব মারুফ

তোফাজ্জল ইসলাম

বশেমুরকৃবি গবেষণা সম্মাননা-২০২৩ পেলেন অধ্যাপক ড. তোফাজ্জল

কুড়িগ্রামে কেআইবি’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

দিনাজপুর জেলা প্রশাসন

নানা আয়োজনে দিনাজপুর জেলা প্রশাসনের শেখ রাসেল দিবস উদযাপন

জিংক ধানের বাজারজাত

জিংক ধানের বীজ বিক্রেতাদের সাথে হারভেস্ট প্লাসের বাজারজাতকরণ শীর্ষক আলোচনা

বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুড়িকৃবি ভিসির শুভেচ্ছা

এনামুল হক শামীম

শরীয়তপুরে ইউনিয়ন উন্নয়ন সভার নামে ব্যতিক্রমধর্মী সভা চালু

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ঢাকায় বহ্নিশিখার মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেকৃবিতে দেশীয় প্রযুক্তির মাছের ভাসমান খাদ্য তৈরীর মেশিন উদ্বোধন