ঢাকাসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

নানা আয়োজনে এসডিএস এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বুলেটিন বার্তা
ডিসেম্বর ২৬, ২০২২
এসডিএস

শরীয়তপুর প্রতিনিধি: নানা আয়োজনে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় এসডিএস’র প্রধান কার্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উক্ত বার্ষিক সাধারণ সভার শুভ উদ্বোধন করেন মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা ১০৩.০ টায় এসডিএস’র সভাকক্ষে ৩১তম বার্ষিক সাধারণ সভার মূল অধিবেশন শুরু হয়। এতে অধ্যাপক মো: সিরাজুল হক (সভাপতি, কার্যনির্বাহী কমিটি, এসডিএস) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুন্নাহার (অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি), ভাস্কর সাহা (অতিরিক্ত পুলিশ সুপার, শরীয়তপুর), ও বিশ্বজিৎ বৈদ্য (উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুর)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গওহর নঈম ওয়ারা (প্রাক্তন সভাপতি, এসডিএস কার্যনির্বাহী কমিটি)। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মজিবুর রহমান এবং সংস্থার সাধারণ ও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

এসডিএস এর বার্ষিক সাধারণ সভা

এসডিএস পরিচালক (এমএফ) বিএম কামরুল হাসান বাদলের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। শুভেচ্ছা বক্তব্যে তিনি সংক্ষিপ্তকারে এসডিএস এর যাত্রা শুরুর ইতিহাস ও এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় তিনি বলেন, আমাদের এই দীর্ঘ এই পথচলায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছে বলেই আমাদের আজকে অবস্থানে আসা সম্ভব হয়েছে। এজন্য আমিসহ এসডিএস’র সবাই জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রত্যাশা করবো আগামী দিনেও তারা আরও বেশি করে আমাদের সহযোগিতা করবেন এবং এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের সঙ্গী হবেন।

তিনি আরও বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে দেশি-বিদেশী বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় আমরা ইতোমধ্যে নিরাপদ খাদ্য, নারীর ক্ষমতায়ন, মানসম্মত আবাসন, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন এবং স্যানিটেশন নিশ্চিতে কাজ করছি। এছাড়া স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণে এসডিএস বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এসকল কার্যক্রমে সুষ্ঠ ও সাবলীলভাবে সম্পন্নে প্রশাসন তাদের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

আরও পড়ুনঃ  গণমাধ্যমকর্মী আইন পাস হলে গভীর সংকটে পড়বে সাংবাদিক সমাজ

শুভেচ্ছা বক্তব্যের পরে এসডিএস’র সহযোগিতায় নিজের আর্থসামাজিক ও মানসিক উন্নয়নের কথা তুলে ধরেন মনি আক্তার ও ইয়াছমিন বেগম। তারা এসডিএস’র কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন এবং এসডিএস-কে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, স্থানীয় এনজিও গুলোর মধ্যে এসডিএস মানউন্নয়ন মূলক অনেক ভালো কাজ করেছে। যেকোন প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা পেয়েছি। আমরাও তাদের সহযোগিতা করেছি। একটি এলাকার আর্থসামাজিক উন্নয়নে সরকারি সংস্থা গুলোর পাশাপাশি স্থানীয় সংস্থাগুলো গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকদিন আগে এসডিএস কে কিশোর-কিশোরীদের আত্মরক্ষা ও মানসিক বিকাশে কারাতে প্রশিক্ষণ প্রদানের কথা বলেছিলাম তারা সেটি করছে এবং আমি দেখেছি অনেক মেয়েরাই এখন কারাতে প্রশিক্ষণ নিচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, আমাদের এখনও অনেক কাজ করা বাকী। মাননীয় প্রধানমন্ত্রী অনাবাদী ও পতিত প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করতে বলেছেন এবং আমাদের এখানে সেই কাজ করার ব্যাপক সুযোগও রয়েছে। আমরা সবাই মিলে যদি এই কাজটি করি তাহলে খাদ্য উৎপাদনের সাথে বাড়তি আয়ের মাধ্যমে যেকোন দূর্যোগ মোকাবেলা সম্ভব হবে। আমরা সরকারি-বেসরকারি সকলে এক হয়ে কাজ করতে চাই এবং আমরা সেটি করবো এটাই আমার প্রত্যাশা।

সাধারণ সভা শেষে এসডিএস’র সাধারণ পর্ষদ ও নির্বাহী পর্ষদের সদস্যদের উপস্থিতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসডিএস’র ৩১তম বার্ষিক সাধারণ সভায় স্রকারি-বেসরকারি বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং এসডিএস’র প্রধান কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য যে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবেশগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯১ সালে রেড ক্রিসেন্ট সোসাইটির তৎকালীন শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মজিবুর রহমানের হাত ধরে এসডিএস’র যাত্রা শুরু হয়। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য বার্ষিক সাধারণ সভা করেছে সংস্থাটি।

আরও পড়ুনঃ  হাবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানির প্রায়োগিক গবেষণা বিষয়ক সেমিনার

বার্তাবুলেটিন/এম আব্দুল মান্নান/শরীয়তপুর

সর্বশেষ - জাতীয়

নির্বাচিত সংবাদ

স্বাস্থ্যবিধি মেনে হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু

জাবি শিক্ষার্থীর তৈরি ভেন্ডিং মেশিনে স্বল্পমূল্যে মিলবে স্যানিটারি ন্যাপকিন সেবা

কুড়িগ্রামে গরীব ও দুস্থ দুই ‘শতাধিক পরিবারকে ব্রিং স্মাইলের ঈদ উপহার বিতরণ

প্লান্ট সায়েন্স সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু

হাবিপ্রবি গ্রীন ভয়েসের উদ্যোগে উঠান বৈঠক ও বীজ বিতরণ

মাত্র ১৬’শ টাকায় রংপুর টু ঢাকা শুয়ে যাওয়া যাবে শাহ আলী পরিবহণে

মাতৃভাষায় রচিত গবেষণাধর্মী বই গল্পে গল্পে জেনেটিক ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনবে সৌদি-ভারত-নেপাল-ভুটান

নানা আয়োজনে হাবিপ্রবির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইনবক্সে প্রেমের প্রস্তাব

ইনবক্সে পাওয়া প্রেমের প্রস্তাব দেখলেন ১২ বছর পর,অত:পর