ঢাকাসোমবার , ৬ ডিসেম্বর ২০২১
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

হাবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানির প্রায়োগিক গবেষণা বিষয়ক সেমিনার

প্রতিবেদক
বুলেটিন বার্তা
ডিসেম্বর ৬, ২০২১

হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর সহায়তায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে ” Prospects and Challenges of Implementing Green Energy Technologies in the Northern Area of Bangladesh ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর মাননীয় চেয়ারম্যান(সচিব) জনাব সত্যজিৎ কর্মকার এবং সভাপতিত্ব করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিঁধান চন্দ্র হালদার, সিএসই অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মাহাবুব হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইইই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ জামিল সুলতান। টেকনিক্যাল সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শামসুল আলম, টেকনিক্যাল সেশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্রেডা, বিদ্যুৎ বিভাগের সহকারি পরিচালক জনাব মোঃ রাশেদুল আলম, ইইই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ জামিল সুলতান ও রুয়েট এর ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, রেজিস্ট্রার, হল সুপার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভিন্ন শাখার পরিচালক, এডিসি ( আইসিটি ও শিক্ষা) দিনাজপুর, নেসকো ও পল্লী বিদ্যুৎ অফিস এর কর্মকর্তাবৃন্দ, অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দসহ ইইই বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ইইই বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান।

সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর মাননীয় চেয়ারম্যান(সচিব) জনাব সত্যজিৎ কর্মকার বলেন বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সে প্রযুক্তি ছড়িয়ে দিয়ে দেশের অর্থনীতির এই বেগবান ও কর্মচাঞ্চল্যর ধারাকে ধরে রাখতে ২০১৫ সালে বিইপিআরসি এর যাত্রা শুরু হয়। তিনি বলেন দেশে একসময় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, আর বর্তমানে উৎপাদন ক্ষমতা ২৩ হাজার মেগাওয়াট এর বেশি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। আমরা আরও অনেক গুলো প্রকল্প হাতে নিয়েছি। তিনি বলেন আমরা গবেষণা ও ইনোভেশনের কথা বলি । এ জন্য বুয়েটসহ কয়েকটি জায়গায় আমরা উন্নতমানের ল্যাব তৈরি করে দিয়েছি। সামনে গবেষণার জন্য হাবিপ্রবিতেও বিইপিআরসি একটি ল্যাব তৈরি করবে।

আরও পড়ুনঃ  ইকোলজিক্যাল ফার্মিং সম্প্রসারণ বিষয়ক প্রারম্ভিক কর্মশালা

সভাপতির বক্তব্যে হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজকের সেমিনারে বিইপিআরসি এর সম্মানিত চেয়ারম্যান (সচিব) মহোদয়ের উপস্থিতি গবেষণা ক্ষেত্রে আমাদের আরও উৎসাহিত করবে। তিনি বলেন ১৯৮০ সালে আমাদের দেশে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ০.০১৬ শতাংশ , সেখানে এখন দেশে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৫ শতাংশ। এই ক্ষেত্রে বর্তমান সরকারের অবদান অত্যন্ত গুরুপ্তপূর্ণ, এটি অস্বীকার করার কোন উপায় নেই। তিনি বলেন সচিব মহোদয় হাবিপ্রবিতে ল্যাব স্থাপনের ঘোষণা দিয়েছেন এ জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ
রসায়ন বিভাগ হাবিপ্রবি

রসায়ন বিভাগের আন্ত বিভাগীয় বার্ষিক স্পোর্টস ফেস্টিভালের উদ্বোধন

পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা, সক্ষমতা ও গর্বের প্রতীক: উপাচার্য

বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে হাবিপ্রবির সমঝোতা স্বাক্ষরিত

বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বে প্রয়োজন একাডেমিক ও প্রশাসনিকভাবে দক্ষ ব্যক্তি

এসডিএস’র আরএমটিপি প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ ও সমঝোতাপত্র স্বাক্ষরিত

মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

লকডাউনে দিনাজপুর : স্থগিত হাবিপ্রবির পরীক্ষা

বই মেলায় পাওয়া যাচ্ছে তোফাজ্জল ইসলামের বই জিনোম এডিটিং

হাবিপ্রবি

হাবিপ্রবি ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন

ভয়াল ২১ আগস্ট স্মরণে হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান ও দোয়া অনুষ্ঠিত