ঢাকাসোমবার , ২৫ অক্টোবর ২০২১
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে হাবিপ্রবিতে মানববন্ধন

প্রতিবেদক
বুলেটিন বার্তা
অক্টোবর ২৫, ২০২১

সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত, সহিংসতা ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম।

সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সম্মুখ ঢাকা-দিনাজপুর মহাসড়কে তাঁরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে বাংলা ভূখণ্ডে নানা জাতি-গোষ্ঠী ও ধর্ম মতের অনুসারীরা পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে একত্রে বসবাসের মাধ্যমে সাম্প্রদায়িক বা আন্তঃধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য সংহত রেখেছে।

তিনি আরও বলেন, কুমিল্লা থেকে পীরগঞ্জে যা ঘটেছে তা সম্পূর্ণ পূবপরিকল্পিত। যারা সাম্প্রদায়িক চিন্তা লালন করে তারাই একাজ ঘটিয়েছে। একজন প্রকৃত হিন্দু,প্রকৃত মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টান একাজ করতে পারেনা। আমরা প্রগতিশীল শিক্ষক ফোরামের পক্ষ থেকে সম্প্রদায়িক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে প্রকৃত দোষীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছে প্রগতিশীল শিক্ষক ফোরাম।

মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এসএম হারুন উর রশীদসহ প্রগতিশীল শিক্ষক ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মানববন্ধনে প্রগতিশীল কর্মকর্তা, কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  মহানবী (সা:) কে বিজেপি নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাবিপ্রবিতে মানবন্ধন

সর্বশেষ - ক্যাম্পাস