ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

হাবিপ্রবিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ

প্রতিবেদক
বুলেটিন বার্তা
জুন ২১, ২০২২

হাবিপ্রবি, দিনাজপুরঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন কমিটির আহবায়ক ও সদস্য সচিব/ফোকাল পয়েন্ট, ও সদস্যগণকে (শিক্ষক-কর্মকর্তাবৃন্দ) নিয়ে “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন পরিকল্পনা” শীর্ষক দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এবং এটুআই প্রকল্প এর ফ্যাসিলিটেটর মোঃ আতিকুর রহমান, সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহ্ মইনুর রহমান।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপ‚র্ণ বিষয় হলো প্রশাসনে শৃঙ্খলা, গতিশীলতা ও শুদ্ধাচার নিশ্চিত করা। মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন, সে লক্ষ্য বাস্তবায়নে হাবিপ্রবিও একটি বড় অংশীদার এবং আমরা সে লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি। এ লক্ষে আমি এ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর ৪ নভেম্বর ২০২১ তারিখে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাগণের সমন্বয়ে নৈতিকতা কমিটি, ই-ফাইলিং, ই-নথি, ইনোভেশন টিম, বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়ন টিম, বার্ষিক ক্রয় পরিকল্পনা কমিটি, বাজেট ম্যানেজমেন্ট কমিটি, বাজেট ওয়ার্কিং গ্রুপের কমিটি, সিটিজেন চার্টার, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কোর কমিটিসহ ১১ কমিটি করে দিয়েছিলাম।

তিনি আরও বলেন, সেবা নিশ্চিতের জন্য আমাদের অভিযোগ, প্রতিকার ও ব্যবস্থাপনা কমিটিও রয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো ম‚লত শুদ্ধাচার কর্মপরিকল্পনার অংশ। আজকের প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে ই-গভর্ন্যান্স এর উপর। সামনে আমাদের ই-গভর্ন্যান্স এর দিকে ঝুঁকতে হবে। তাই আজকের কর্মশালার গুরুত্ব অনেক। এ জন্য আমি আইকিউএসি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ইউনিভার্সিটি পুলিশ এ্যালায়েন্স সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - জাতীয়