ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চট্রগ্রাম
  10. চাকুরী বার্তা
  11. জনমত
  12. জাতীয়
  13. ঢাকা
  14. পরিবেশ ও বিজ্ঞান
  15. ফিচার

ব্রাসলসে ইইউ’র বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে জয়ের পরিকল্পনা পেশ করলেন জেলেনস্কি

প্রতিবেদক
বার্তা বুলেটিন
অক্টোবর ১৮, ২০২৪
রাশিয়ার বিরুদ্ধে জয়ের পরিকল্পনা

বার্তাবুলেটিন ডেস্ক: ব্রাসলসে ইইউ-র বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কীভাবে জয় পাবে, সেই পরিকল্পনা পেশ করেছেন ভলোদিমির জেলেনস্কি। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ সাধারণভাবে জেলেনস্কিকে সমর্থন করার কথা বললেও, জেলেনস্কির সব দাবি মানতে নারাজ ইইউ-র কিছু সদস্য দেশ।লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট শীর্ষবৈঠকে বলেন, আমি যখন পরিকল্পনা দেখি, তখন দেখতে পাই, বিগত মাস বা বছরগুলিতে আমরা যেসব সিদ্ধান্ত নিতে পারিনি, সেই সব বিষয় এখানে আছে।

২৭টি ইইউ দেশের শীর্ষনেতার বৈঠকে জেলেনস্কি একঘণ্টা সময় পেয়েছিলেন তার পরিকল্পনার কথা জানানোর জন্য। একদিন আগেই তিনি ইউক্রেনের পার্লামেন্টে পাঁচটি বিন্দুর কথা বলেছিলেন। সেগুলি আবার এই বৈঠকে বলেন।

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার কোনো সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হবে না। পরে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হবে না। লিথুয়ানিয়া এই প্রস্তাবে রাজি হলেও যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হলে পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে ন্যাটো।

জেলেনস্কি বৈঠকে বলেন, রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার মিসাইল ব্যবহার করার অনুমতি দিক পশ্চিমা দেশগুলি। তিনি জানিয়ছেন, এই যুদ্ধটা রাশিয়ায় নিয়ে যাওয়াটা জরুরি। তাহলেই রুশরা যুদ্ধের ভয়াবহতা বুঝতে পারবেন এবং তারা পুটিনকে ঘৃণা করতে শুরু করবেন।

ইউক্রেনকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য মিসাইল ও রকেট দিয়েছে, যা দিয়ে রাশিয়ার ভিতরের লক্ষ্যে আঘাত করা সম্ভব। কিন্তু বাইডেন চান না, ইউক্রেন রাশিয়ার ভিতরে ক্ষেপণাস্ত্র আক্রমণ করুন। অ্যামেরিকা মনে করছে, তাহলে উত্তেজনা বহুগুণ বেড়ে যাবে।

ইউক্রেন জার্মানির কাছ থেকে টাউরুস ক্রুজ মিসাইলও চেযেছে। কিন্তু জার্মান চ্যান্সেলর শলৎস সাংবাদিকদের বলেছেন, আপনারা আমার সিদ্ধান্তের কথা জানেন। আমার সিদ্ধান্ত বদল হবে না। শলৎস ইউক্রেনকে টাউরুস মিসাইল দিতে রাজি নন।

তবে শলৎসের জোটসঙ্গী ও প্রধান বিরোধী দলের এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিতে কোনো আপত্তি নেই। তবে ন্যাটোর সামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করেন, রাশিয়ার সরবরাহ লাইন ও রুশ পরিকাঠামোয় আঘাত করতে পারলেই একমাত্র ইউক্রেন যুদ্ধে জিততে পারবে।

আরও পড়ুন:  কে পাবে ফুটবল বিশ্বকাপ ট্রপি কি বলছে অক্সফোর্ড

ইইউ সদস্য দেশগুলি যৌথ ঘোষণায় জানিয়েছে, ইউক্রেনকে সঙ্গে নিয়েই শান্তি আলোচনা করতে হবে। ইউক্রেনের শর্তেই একমাত্র শান্তি আলোচনা হতে পারে।

শলৎস বলেছেন, জেলেনস্কির সঙ্গে তার বৈঠক রাশিয়ার প্রেসিডেন্টকে একটা বার্তা দিচ্ছে। ইউক্রেনের প্রতি তার সমর্থন কমেনি।জেলেলস্কি জানিয়েছেন, তার এই জয়ের পরিকল্পনার রূপায়ণ রাশিয়ার উপর নির্ভর করছে না। সেটা নির্ভর করছে ইউক্রেনের সঙ্গীদের উপর। তিনি নভেম্বরের শেষে ইউক্রেন শান্তি সম্মেলনের আয়োজন করবেন। সেখানে রাশিয়াও চাইলে যোগ দিতে পারে।

তিনি বলেছেন, ইউক্রেন শক্তিশালী হতে চায় এবং কঠোর কূটনীতির পথ নিতে চায়। জেলেনস্কির দাবি, এখনই জয়ের পরিকল্পনা নিয়ে এগোলে আগামী বছর যুদ্ধ বন্ধ হতে পারে।

সর্বশেষ - জাতীয়

নির্বাচিত সংবাদ

“আমার বঙ্গবন্ধু” শীর্ষক গেমিং অ্যাপস উদ্বোধন

এলাকাবাসীর দাবি পূরণ, নির্মিত হচ্ছে মাইন বিস্ফোরনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ

বহ্নিশিখা আয়োজিত বৃক্ষরোপণ প্রতিযোগিতায় ১ম দিনাজপুর

কুড়িকৃবি

ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক থাকতে কুড়িকৃবি কর্তৃপক্ষের আহ্বান

হাবিপ্রবির উপাচার্য হলেন জাবির অধ্যাপক এনামুল্লাহ

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আবারও স্থান পেলেন অধ্যাপক তোফাজ্জল

গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে টার্নিটিনের মতো সফটওয়্যার তৈরির আহ্বান

দোয়া ও বৃক্ষরোপণের মাধ্যমে হাবিপ্রবিতে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন

শিশু থেকে বৃদ্ধ- নৌকার মাঝি শামীম মাস্টারের পক্ষে সবাই একতাবদ্ধ

ইবিতে ছাত্রী নির্যাতন

ইবিতে ছাত্রী নির্যাতনের তদন্ত প্রতিবেদন জমা