ঢাকাশনিবার , ২৬ জুন ২০২১
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

হাবিপ্রবির নির্মাণাধীন ভবনের স্টোররুমের হ্যাসবোর্ড ভেঙে ২৪৬ কয়েল ইলেকট্রিক তার চুরি

প্রতিবেদক
বুলেটিন বার্তা
জুন ২৬, ২০২১

হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নির্মাণাধীন দশতলা ভবনের গ্রাউন্ড ফ্লোরের স্টোর রুমের হ্যাসবোর্ড ভেঙে ২৪৬ কয়েল ইলেকট্রিক তার চুরি হয়েছে বলে জানা গেছে। যার আনুমানিক বাজার মূল্য ১০/১২ লাখ টাকা হবে বলে মনে করা হচ্ছে

ইলেকট্রিক তার চুরির বিষয়টি শনিবার (২৬ জুন) নিশ্চিত করেছেন নির্মানাধীন দশ তলা ভবনের প্রকল্প ম্যানেজার রানা সেন এবং বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মো: তারিকুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, দশ তলা ভবনের স্টোর রুমের দরজার হ্যাসবোর্ড ভাঙা। তালা না ভাঙতে পারলেও সরাসরি দরজার এই হ্যাসবোর্ড ভেঙেই রাতের অন্ধকারে তারগুলো চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্টোর রুমে বিভিন্ন রঙের ইলেকট্রিক তারের কয়েল ছাড়াও রঙের ড্রাম, টাইলসসহ অন্যান্য জিনিসপত্র ছিলো। এরমধ্যে ১.৫ কালো তার ৭৫ কয়েল, ১.৫ লাল তার ২৬ কয়েল, ২.৫ লাল তার ১০০ কয়েল এবং ২.৫ কালো তার ৪৫ কয়েলসহ সর্বমোট ২৪৬ কয়েল ইলেকট্রিক তার চুরি হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে নির্মাণাধীন দশতলা ভবনের প্রকল্প ম্যানেজার রানা সেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আজ সকালে এসে দেখি স্টোর রুমের হ্যাসবোর্ড ভেঙে অনেক তার চুরি হয়েছে। আমরা খতিয়ে দেখছি কিভাবে তারগুলো চুরি হলো। এ ব্যাপারে এখন কিছু বলতে পারবো না’।

ইন্জিনিয়ারিং শাখার সুপারিন্টেন্ডেন্ট ইন্জিনিয়ার মো: তারিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘দশতলা ভবনের স্টোর রুমের দরজার হ্যাসবোর্ড ভেঙে থেকে ২৪৬ কয়েল তার চুরি হয়েছে। আমি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কন্টাক্টটরকে ফোন দিয়েছিলাম এ ব্যাপারে জানার জন্য। কিন্তু এখন পর্যন্ত তিনি ফোন রিসিভ করেননি’।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানি না। তারগুলো চুরি হলে এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিতে হবে। তাদের নিজস্ব সিকুরিটি গার্ড ছিলো সেখানে। আমরা এখনো কাজ হ্যান্ডওভার পাইনি।সুতরাং তাদেরকেই এই তার চুরির দায়ভার নিতে হবে’।

আরও পড়ুনঃ  আইবিজিই এর উদ্যোগে জিনতত্ত্ব উদ্ভাবন রহস্য বিষয়ক ওয়েবিনার

উল্লেখ্য, এর আগেও হাবিপ্রবিতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। বিগত ২/৩ বছরে বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক কম্পিউটার ও হার্ডডিক্স চুরি, সিলিং ফ্যান এবং বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য আনা রড চুরির ঘটনাও ঘটেছে। এছাড়া গত বছরের অক্টোবর মাসে ডরমেটরি-২ হলের গণরুম থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থীর মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায়। চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একাধিক রুমে চুরি হয়। এসব ঘটনায় বিভিন্ন সময়ে তদন্ত কমিটি গঠিত হলেও এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করা হয়নি।

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ

বায়ার সেইফ ইউজ এম্বাসেডর হলেন শেকৃবি’র শামীমা

জন্মাষ্টমী উপলক্ষে হাবিপ্রবিতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

অনুপ্রেরণার বাতিঘর ছিলেন বঙ্গবন্ধু

অনুপ্রেরণার বাতিঘর ছিলেন বঙ্গবন্ধু

নূরে আলম সিদ্দিকী

নাইট্রোজেন নিয়ন্ত্রকারী জিন আবিস্কার করে পিএইচডি ডিগ্রি অর্জন

হাবিপ্রবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নানা আয়োজনে হাবিপ্রবির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভিসিময় বিশ্ববিদ্যালয়!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দশ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার’২০২৪ তুলে দিলেন প্রধানমন্ত্রী

আগামীকাল এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত হাবিপ্রবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল:প্রধানমন্ত্রী