বার্তাবুলেটিন ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। কাতারের বৃহত্তম শহর আল-খোরের আল বায়েত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রবিবার (২০ নভেম্বর) রাত ১০টায়। ফুটবলপ্রেমীরা বাংলাদেশে বসেই যেসব চ্যানেলে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২ বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। এর মধ্যে বাংলাদেশের তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে ম্যাচটি।
সারা দেশের ফুটবলভক্তদের সব কটি ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। উদ্বোধনী অনুষ্ঠানসহ বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সরকারি টেলিভিশন চ্যানেলটি। এছাড়াও দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস এবং গাজী টেলিভিশন (জিটিভি) সবগুলো খেলা সরাসরি সম্প্রচার করবে।
ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি ‘ফিফা বিশ্বকাপ কাতার ২০২২’- এর সবগুলো ম্যাচ লাইভস্ট্রিম করবে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ডিজিটাল ডিভাইসে সুবিধামতো বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাবেন। দেশের ফুটবলপ্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে টফিতে বিশ্বকাপের ম্যাচগুলির সরাসরি দেখতে পারবেন।
টফি অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া এর ওয়েবসাইট https://toffeelive.com/ এবং অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলি।
টফির ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বকাপের সময় উৎসবের আমেজে মেতে ওঠে। ফুটবল ভক্তরা যাতে খেলা দেখার সেরা অভিজ্ঞতা পান, তা নিশ্চিত করতে আমরা টফিতে বিশ্বকাপ নিয়ে এসেছি। তারা যেকোনো সময় যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বকাপের সব ম্যাচের মানসম্পন্ন স্ট্রিমিং উপভোগ করতে পারবে।”