বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. নূর-ই-নাজমুন নাহার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ গুলোর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে এখন শিক্ষার হার এবং মানুষের গড় আয়ু বেড়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ। আর এ বিদ্যাপিঠ থেকে গবেষণার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করে দেশ ও জাতিকে সমৃদ্ধ করবেন এটাই আমার প্রত্যাশা। এ সময় তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০২০-২১ এবং ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)’র বার্ষিক গবেষণা প্রতিবেদন ২০২০-২১ এর মোড়ক উন্মোচন করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইআরটি’র সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। এতে আই আর টি পরিচালক প্রফেসর ড.এস.এম. হারুণ- উর-রশিদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।