ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চট্রগ্রাম
  10. চাকুরী বার্তা
  11. জনমত
  12. জাতীয়
  13. ঢাকা
  14. পরিবেশ ও বিজ্ঞান
  15. ফিচার

বগুড়াস্থ হোপস প্রমোটারদের সাথে হোপস সভাপতির মতবিনিময়

প্রতিবেদক
বুলেটিন বার্তা
সেপ্টেম্বর ১৯, ২০২৩
মতবিনিময়

নিউজ ডেস্ক: হোপস (HOPES-Helping Organisation for Promising and Energetic Students) এর বর্তমান সভাপতি ও সোনিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা এনায়েতউদ্দিন মোঃ কায়সার খান এবং হোপসের সদ্য বিদায়ী সভাপতি ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো ও টিএমএসএসের উপদেষ্টা প্রফেসর ড. এম আফজাল হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে বগুড়াস্থ হোপস্ প্রমোটারবৃন্দ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর’২৩) মম ইন হোটেলে বিকাল ৫ টায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বগুড়াস্থ হোপস্ প্রোমোটারদের প্রধান সমন্বয়ক ও  হোপস্ এর যুগ্ম সম্পাদক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিশেষজ্ঞ  ডাঃ মোঃ হাছান আলী, হোপস্ প্রমোটার কৃষিবিদ বিশ্বদেব রায়, যুগ্ন পরিচালক, বাংলাদেশ ব্যাংক, কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার, ডাঃ হুমায়ন কবির শিপন, শিশু বিশেষজ্ঞ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোঃ ফজলার রহমান, প্রভাষক, কাহালু ডিগ্রি কলেজ, মোঃ আনিসুর রহমান, প্রভাষক, নন্দিগ্রাম ডিগ্রি কলেজ, মোঃ শাখাওয়াত হোসেন ও  মোঃ মঞ্জিল আলী প্রমূখ।

মতবিনিময় সভার শুরুতে বগুড়াস্থ হোপস্ প্রোমোটারদের প্রধান সমন্বয়ক ডাঃ হাছান আলী হোপসের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা সম্পর্কে মতামত তুলে করেন। এসময় তিনি, হোপস্ এর পূর্নাঙ্গ ওয়েবসাইট hopes.org.bd সম্পর্কে সকলকে অবহিত করেন এবং প্রতি বছরের ন্যায় এবছরও আনন্দ ভ্রমণ / গেট টুগেদার আয়োজনের কথা জানান।

প্রফেসর ড. এম আফজাল হোসেন সভায় হোপসের প্রমোটারদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি প্রমোটারদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রমোটাররা হোপস্ এর হাল ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

হোপস্ এর সভাপতি এনায়েতউদ্দিন মোঃ কায়সার খান তাঁর বক্তব্যে, হোপসের কার্যক্রম সকলের মাঝে তুলে ধরতে প্রোমোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হোপস একটি সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন। হোপসের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষের কাছে আমরা যাতে আমাদের সেবা পৌঁছে দিতে পারি এজন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের কার্যক্রম গুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র ছড়িয়ে দিতে হবে। হোপস-কে সমাজের পিছিয়ে থাকা মানুষের আশা আকাঙ্খার প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই এবং এমন সুন্দর একটি মতবিনিময় সভা আয়োজনের জন্য বগুড়াস্থ সকল হোপস প্রোমোটারদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুনঃ  ফসওয়া এসডিএন'র আমন্ত্রণে সী-উইডস ল্যাব পরিদর্শনে প্রফেসর আফজাল এর মালয়েশিয়া সফর

এরই ধারাবাহিকতায় শনিবার বগুড়ার গ্রাম উন্নয়ন কর্ম- “গাক”-এর কর্ণধার মোঃ আলমগীর হোসেনের আমন্ত্রণে বগুড়াস্হ গাক-এর নিজস্ব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। উক্ত সভায় আলমগীর হোসেন হোপস্ এর কলেবর বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এ সময় হোপস্ এর সভাপতি তাঁকে আগামী এজিএমে অংশ গ্রহণের তাঁকে আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন এবং হোপস্ এর সাথে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ

সংসদ ভেঙে দেয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত হয়েছে: ব্যারিস্টার জ্যোতির্ময়

হাবিপ্রবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা টেকসই করতে হবে: কৃষিমন্ত্রী

জাতীয় শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে হাবিপ্রবি

প্রত্যাশা ও প্রাপ্তির ২৩তম বছরে হাবিপ্রবি

আমেরিকান ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটির ফেলো হলেন অধ্যাপক তোফাজ্জল

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ভিসির বাণী

চায়ের আমন্ত্রনে আসা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিন্ধান্ত

এলাকাবাসীর দাবি পূরণ, নির্মিত হচ্ছে মাইন বিস্ফোরনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ

চৌদ্দগ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গণস্বাক্ষর ও প্রতিবাদ সভা