ঢাকাবুধবার , ১৯ অক্টোবর ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

জিংক ধানের বীজ বিক্রেতাদের সাথে হারভেস্ট প্লাসের বাজারজাতকরণ শীর্ষক আলোচনা

প্রতিবেদক
বুলেটিন বার্তা
অক্টোবর ১৯, ২০২২
জিংক ধানের বাজারজাত

এম আব্দুল মান্নান: বাস্তবায়নকারী উন্নয়ন সংস্থা এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এর উদ্যোগে কমার্শিয়ালাইজেশন অব বায়োফর্টিফাইড ক্রপস (সিবিসি) প্রকল্পের আওতায় জিংক ধানের বীজ বিক্রেতাদের সাথে হারভেস্ট প্লাস এর বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এসডিএস’র সভাকক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুর জেলার উপ-পরিচালক মোঃ মতলুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসডিএস’র কৃষি সমন্বয়কারী মোহাম্মদ সাইফুল ইসলাম, হারভেস্ট প্লাস এর বিভাগীয় সমন্বয়ক জাহিদ হোসেন, শরীয়তপুর জেলা সমন্বয়ক মোঃ মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএস’র পরিচালক (এমএফ) বিএম কামরুল হাসান বাদল।

শরীয়তপুর জেলা সমন্বয়ক মোঃ মোস্তফা কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোঃ মতলুবর রহমান বলেন, গত ৫০ বছরে বাংলাদেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। এখন ধান, গম, ভূট্রা, পাট উৎপাদন বাংলাদেশে উৎপাদন বৃদ্ধির হার ভারত,পাকিস্তানের গড় প্রবৃদ্ধি হারের চেয়ে বেশি। বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণের ফলেই সম্ভব হয়েছে এই বিপুল উন্নয়ন। এর ভিত্তি রচনা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত এই দেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু একের পর এক পদক্ষেপ গ্রহণ করেন। দেশের কৃষিক্ষেত্রে তিনি যেসব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তার অন্যতম ছিল ভূমি সংস্কার। কৃষির সম্প্রসারণে তিনি ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির সব খাজনা মওকুফ করেন। ফলে কৃষির প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। পরবর্তীতে তারই ধারাবাহিকতায় বর্তমান কৃষিবান্ধব সরকারের প্রচেষ্টায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়; সহজ ও সুলভ করা হয় কৃষি উপকরণ সরবরাহ; পানি সেচ সম্প্রসারিত করা হয়; অনেকটাই নিশ্চিত করা হয় কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায়সংগত মূল্য। এতে বেড়ে যায় কৃষির সার্বিক উৎপাদন। বাংলাদেশ এখন খাদ্যশস্যের উৎপাদনে প্রায় স্বয়ম্ভর। পরনির্ভরতা অনেকটাই কম। ধানের জাত উদ্ভাবন ও উন্নয়নে আমাদের স্থান সবার ওপরে। কৃষিবিদ, কৃষকের বিভিন্ন কার্যক্রমের সফল ধারাবাহিকতায় বিশ্বে বাংলাদেশ এখন ধান উৎপাদনে তৃতীয়, শাকসবজি উৎপাদনে তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয় ও কাঁচা পাট রপ্তানিতে প্রথম।

আরও পড়ুনঃ  জাতীয় শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে হাবিপ্রবি

উপ-পরিচালক আরও বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারনে অন্যান্য দেশের ন্যায় আমাদের সামগ্রিক অর্থনীতির উপর একটা প্রভাব পড়েছে। যার কারণে সার,তেলে কিছুটা দাম বাড়লেও এতে সরকারকে ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে। এই যুদ্ধে যদি না থামে তাহলে সারাবিশ্বে দুর্ভিক্ষ দেখা দেয়ার আশংকা তৈরি হবে। এজন্য আমাদের সচেতন হতে হবে । মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেই লক্ষ্যে এখন থেকেই আমাদের প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে এবং অর্থনীতির উপর চাপ কমে আসবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা জিংক ধানের পুষ্টিগুণ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে আলোচনা করেন এবং মিল মালিকদের প্রতি জিংক ধানের আলাদা প্যাকেটজাত করণের উপর গুরত্বারোপ করেন।

আলোচনা সভায় সুপ্রিম সীড ও এসিআই কোম্পানির বাজারজাতকারী এবং শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকার ধান বীজ, চাল ব্যবসায়ী, কীটনাশক বিক্রেতাসহ কৃষকেরা অংশ গ্রহন করেন।

সর্বশেষ - জাতীয়

নির্বাচিত সংবাদ

ঈদের পর অনলাইনে পরীক্ষা নিবে হাবিপ্রবি:একাডেমিক সভায় চুড়ান্ত

নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে বশেমুরকৃবি শিক্ষক সমিতির শুভেচ্ছা

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নতুন সভাপতি মনিরুল, সম্পাদক আসাদুজ্জামান

হাবিপ্রবিতে কর্মকর্তাদের যোগাযোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে কুড়িকৃবি ভিসির শোক প্রকাশ

অধ্যক্ষ মতিউর রহমান এর মৃত্যুতে কুড়িকৃবি উপাচার্যের শোক প্রকাশ

আওয়ামী লীগ ও সিপিসি’র মধ্যে বৃহত্তর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি কুড়িকৃবি উপাচার্যের শ্রদ্ধা

হাবিপ্রবি

হাবিপ্রবি ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন

দানেশ ব্লাড ব্যাংক এর সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক শামস