হাবিপ্রবি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদ’।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সংগঠনটির সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডা.মো: ফজলুল হক এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় কয়েকটি ফলদ গাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির সহ-সভাপতি প্রফেসর ড. শ্রীপতি সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকী) কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, প্রফেসর ড. মো. খালেদ হোসেন, প্রফেসর ডা.নজরুল ইসলাম, প্রফেসর ড. মো: মাহাবুব হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড.মফিজউল ইসলাম সহ উপস্থিত ছিলেন ড. মো. হাসানুর রহমান, ড. মো. রাশেদুল ইসলাম, ড. মো: আবু সাঈদ, ড. মো. রবিউল ইসলাম, মো: আব্দুল মোমিন সেখ,শিহাবুল আউয়াল সোহানা জুই সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন । ১৯৪৭ সালের আজকের এই দিনে (২৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন । তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করছে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগসহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।