ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চট্রগ্রাম
  10. চাকুরী বার্তা
  11. জনমত
  12. জাতীয়
  13. ঢাকা
  14. পরিবেশ ও বিজ্ঞান
  15. ফিচার

কুড়িগ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা বুলেটিন
নভেম্বর ১৮, ২০২৪

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কোমলমতি শিক্ষার্থী-তুরুন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে।

শনিবার(১৬ নভেম্বর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেষা কাশিপুর ইউনিয়নের কাশিপুর স্কুল মোড়ে হা-ডু-ডু’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হা-ডু-ডু খেলার আয়োজন করেছে স্থানীয় যুব সমাজ। শীতের রাতে অনেক দিন পর জাতীয় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখতে দূর-দূরান্ত থেকে শতশত উৎসুক জনতার ঢল নামে।

কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হকের সভাপত্বিতে ফাইনাল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কা‌শিপুর ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম‌্যান ম‌নিরুজ্জামান মা‌নিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকারিয়া শেখ ও কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ স্থানীয় সুধিজন।

খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করে হা-ডু-ডু খেলার আয়োজক শামীম হোসেন ও মিলন মিয়া বলেন, আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে এখন হা-ডু-ডুসহ বিভিন্ন খেলা ক্রমেই হারিয়ে যাচ্ছে। এখন আর আগের মত হা-ডু-ডু খেলা তেমন চোখে পড়েনা। দিন দিন গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী জাতীয় এই খেলা‌টিও আজ বিলুপ্তির পথে। যার ফলে ছাত্র-যুবসমাজ মাদকের দিকে যাচ্ছে।অপরাধের সঙ্গেবড় হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিশেষ করে তরুণ যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্ত রাখতে সর্বদা এ খেলার আয়োজন করা হবে বলে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক বলেন, গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে হা-ডু-ডু সহ সকল খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখা সম্ভব।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, আগের মতো এখন খেলাধূলা না থাকায় আমাদের জাতীয় হা-ডু-ডু খেলা এখন বিলুপ্তির পথে। স্মার্ট ফোন আসায় শুধু হা-ডু-ডু খেলা নয় অধিকাংশ গ্রামীণ খেলা এখন আগের মতো হয় না। ফলে ছাত্র-যুবসমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। স্থানীয় যুবসমাজের এই হা-ডু-ডু খেলার আয়োজনকে স্বাগত জানান তিনি। সরকারি ও বেসরকারি ভাবে হা-ডু-ডু খেলাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার আয়োজন করলে মাদক থেকে মুক্ত হবে আমাদের যুব সমাজ

সর্বশেষ - জাতীয়

নির্বাচিত সংবাদ

বন্যায় ঘরহারাদের ঘর দিচ্ছে হুয়াওয়ে

তোফাজ্জল ইসলাম

বশেমুরকৃবি’র আন্তর্জাতিক পরিচালক হিসেবে যোগ দিলেন বিজ্ঞানী তোফাজ্জল  ইসলাম

স্মার্টফোন কিনে না দেয়ার বাবা-মার সাথে অভিমান করে আত্মহত্যা

জাতির পিতা বঙ্গবন্ধু

টুঙিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে মুক্তিযোদ্ধার শ্রদ্ধা নিবেদন

হাবিপ্রবিতে সব দলীয় রাজনীতি নিষিদ্ধ করে অফিস আদেশ

চিকিৎসকের অবহেলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাবিপ্রবি কর্মকর্তা

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আবারও স্থান পেলেন অধ্যাপক তোফাজ্জল

শিশু থেকে বৃদ্ধ- নৌকার মাঝি শামীম মাস্টারের পক্ষে সবাই একতাবদ্ধ

পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে বশেমুরকৃবি শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়

পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের এসডিএস’র কার্যক্রম পরিদর্শন