এসডিএস’র আরএমটিপি প্রকল্পের আওতায় মৎস্যখামারীদের মাঝে চেক বিতরণ

প্রকাশ:

Share post:

শরীয়তপুর প্রতিনিধিঃ এসডিএস বাস্তবায়নাধীন ”নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” উপ-প্রকল্পভুক্ত প্রদর্শণী খামারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জুন’২০২৩) বিকাল ৩টায় এসডিএস’র সভাকক্ষে উক্ত সহায়তা প্রদানের চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, উপ-প্রকল্পের ফোকাল ও এসডিএস’র পরিচালক (এমএফ) বিএম কামরুল হাসান, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ ইয়াছিন খান, উপ-প্রকল্প ও কৃষি সমন্বয়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ আব্দুল মান্নান, উপ-প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম বলেন, এসডিএস ১৯৯২ সাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং শুরু থেকে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় পিকেএসএফ সহযোগিতায় নিরাপদ মৎস্য উৎপাদন এবং বাজারজাতকরণ উপ-প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আজকে আপনারা যারা এখানে এসেছেন সকলেই কম-বেশি মাছ চাষ বা ব্যবসার সাথে জড়িত আছেন। আমাদের জেলায় প্রচুর পরিমাণ মাছ উৎপাদন হলেও নিরাপদ মাছ বা মাছের বিভিন্ন ধরনের পন্য যেমন ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার বা বারবিকিউ বাণিজ্যিকভাবে কেউ করে বলে জানা নেই। আমি মনে করি, আপনাদের মাধ্যমে আমরা সেই জায়গা গুলোতে পৌঁছাতে পারবো। আমি আশাকরি, আপনাদের যেকোন ধরণের সহযোগিতা,পরামর্শ বা প্রয়োজনে আমাদের সহকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করবে। আমি সবার মঙ্গল কামনা করছি।

পরিচয়পর্ব ও সংক্ষিপ্ত আলোচনা শেষে শরীয়তপুর সদর, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার উপ-প্রকল্পভুক্ত ৯ জন খামারীর হাতে  উপ-প্রকল্পের আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। এরমধ্যে ক্ষুদ্র উদ্যোগে মূল্য সংযোজিত মৎস্যপণ্য ( ফিশ ফ্রাই, বারবিকিউ, ফিশ ফিঙ্গার ইত্যাদি) তৈরির জন্য ২ জন, দ্রুত বর্ধনশীল মাছ ও গলদা চিংড়ির পিএল নার্সিং এর জন্য ২জন , নিবিড় পদ্ধতিতে মাছ চাষের জন্য ২ জন, আধানিবিড় পদ্ধতিতে মাছে চাষে ২ জন, মৎস্য ও পরামর্শ সেবা কেন্দ্র স্থাপনের জন্য ১ জনসহ মোট ৯ জনকে চেক দেয়া হয়।

আরও পড়ুন:  শহীদ নজিব উদ্দিন খান কলেজ এমপিওভুক্ত হওয়ায় সভাপতিকে ধন্যবাদ গভর্ণিং বডির

উল্লেখ্য যে, Rural Microenterprise Transformation Project (RMTP)  এর আওতাধীন “ নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ” শীর্ষক এই ভ্যালু চেইন উপ-প্রকল্পটি অর্থায়ন করছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা ইফাদ ও ড্যানিডা। উপ-প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading