হাবিপ্রবির মেডিকেল সেন্টারে গ্রীন ভয়েসের অক্সিজেন সিলিণ্ডার প্রদান

প্রকাশ:

Share post:

অক্সিজেন সংকট মোকাবেলায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একটি অক্সিজেন সিলিণ্ডার ও একটি অক্সিমিটার প্রদান করেছেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার এর উপস্থিতিতে চীফ মেডিকেল অফিসার ডা.মো: নজরুল ইসলামের কাছে উক্ত অক্সিজেন সিলিণ্ডার ও অক্সিমিটারটি হস্তান্তর করেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সহকারী পরিচালক ড. মো: হাসানুর রহমান (রাজু) প্রমুখ।

গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সহ সভাপতি রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার ড. বিধান চন্দ্র হালদার বলেন, গ্রীন ভয়েসের কর্মকাণ্ড গুলো আমার ভাললাগে। তাদেরকে প্রায়শই দেখি তারা অসহায় গরীব মানুষের জন্য কাজ করছে। আজকে তারা যে অক্সিজেন সিলিন্ডার দিলো এটি শুধু করোনার জন্য যে কাজে লাগবে তা নয়। বিভিন্ন দূর্ঘটনার সময় অক্সিজেন সিলিন্ডার মানুষের প্রয়োজন হয়। বর্তমানে করোনার প্রকোপ কিছুটা কম তারপরও আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অক্সিজেন সিলিন্ডার উপহার দেয়ার জন্য তিনি গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানান।

সমাপনী বক্তব্যে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টা ড. হাসানুর রহমান (রাজু) অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, অক্সিজেন সিলিন্ডারের কথা শোনার পর আমি তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে হস্তান্তর করার কথা বলি। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে, বিভিন্ন সমস্যায় জরুরি ভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হয়। আমি মনে করি গ্রীন ভয়েস এর অক্সিজেন সিলিন্ডার বিভিন্ন সময় শিক্ষার্থীদের কঠিন মুহূর্তে অক্সিজেনর ঘাটতি মেটাতে সহায়তা করবে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি নাজমুল হুদা,সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার তুর্য লিটন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃনাজমুল হোসেন, মাসুমা বৃষ্টি, ওয়াহিদা তাবাসসুম, সঙ্গীতা রয়,পুজা,ফজলে রাব্বি জীবন, আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, সানজিদা সুমনা, রেজওয়ানা পারভীন কলি, আরমান হোসেন পলাশসহ অন্যান্য সদস্য।

আরও পড়ুন:  সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে হাবিপ্রবিতে মানববন্ধন

উল্লেখ্য যে, পরিবেশ রক্ষার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। করোনায় খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি ইউসিবি ব্যাংকের সহায়তায় চালু করেছে ফ্রী অক্সিজেন সেবা কর্মসূচি। এর অংশ হিসেবে সারা দেশের প্রায় ২২ টি জেলায় বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একটি অক্সিজেন সিলিন্ডার ও একটি অক্সিমিটার হস্তান্তর করেন

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading