ঢাকাশুক্রবার , ৪ মার্চ ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

ইকোলজিক্যাল ফার্মিং সম্প্রসারণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

প্রতিবেদক
বুলেটিন বার্তা
মার্চ ৪, ২০২২

এম আব্দুল মান্নান।। ইফাদ এর অর্থায়নে ও পিকেএসএফ এর সহায়তায় ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতি সম্প্রসারণের মাধ্যমে চরাঞ্চলে উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এসডিএস ও পিসিড কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা মার্চ হতে দোসরা মার্চ ২০২২ পর্যন্ত এসডিএস (শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি) এর প্রধান কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন এসডিএস এর প্রধান নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।এসময় উপস্থিত ছিলেন এসডিএস মাইক্রোফাইন্যান্স বিভাগের নির্বাহী পরিচালক বিএম কামরুল হাসান বাদল,পিকেএসএফ কর্মকর্তা ড.এস এম ফারুক উল আলম ,এসডিএস এর সমন্বয়কারী (কৃষি) মোহাম্মদ সাইফুল ইসলাম।প্রশিক্ষক হিসেবে ছিলেন মো:মিজানুর রহমান।এতে প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন এসডিএস PACE প্রকল্পের নিরাপদ সবজি উৎপাদন, ইকোফার্মিং এবং পিসিডি এর স্টাফবৃন্দ।

বুধবার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন এসডিএস এর উপ-পরিচালক (মানব সম্পদ) অমলা দাস, মুহাঃ ইয়াছিন খান, উপ-পরিচালক (F&A)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশবান্ধব কৃষির গুরত্ব,মাটির গুণাগুণ রক্ষায় করনীয়,বিভিন্ন ফসলের রোগ-বালাইয়ের জৈবিক দমন প্রক্রিয়া ও উৎপাদন কৌশল হাতে কলমে শেখানো হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী ও সমাপনীতে বক্তারা বলেন,আমরা মানুষেরা নিজেরাই নিজেদের ক্ষতি করে চলেছি।বুঝে না বুঝে অধিক উৎপাদনের আশায় অতিরিক্ত মাত্রায় রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করে আমাদের মাটির উর্বরতা এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলতেছি।আজ  থেকে ৫০/৬০ বছর আগে মানুষ রাসায়নিক সার বা কীটনাশক কি জিনিস সেটিই বুঝতো না।তখন যে ফসল উৎপাদন হতো তার পুষ্টি এবং স্বাদ ছিলো অন্যরকম।এখন একই জমিতে একই ফসল হলেও আগের সেই স্বাদ এবং পুষ্টি গুণাগুণ আমরা পাইনা।এর মূলকারণ হলো জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার।আমাদের জীবনকে বাঁচাতে হলে আমাদের আবার সেই যুগে ফিরে যেতে হবে,রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে।

আরও পড়ুনঃ  হাবিপ্রবি'র ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে গ্রীন ভয়েসের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

সর্বশেষ - জাতীয়