হাবিপ্রবিতে বঙ্গমাতা ব্যাডমিন্টন ও মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি, দিনাজপুর: মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের অংশ হিসেবে আজ সকাল ১০ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জিমনেশিয়ামে অনুষদভিত্তিক ছাত্রীদের অংশগ্রহণে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ব্যাডমিন্টন টুর্নামেন্ট” এর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর ড. মাহাবুব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মোঃ ফজলুল হক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, পরীক্ষা নিয়ন্ত্রণ শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের হল সুপার, সহকারি হল সুপার, সহকারি প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালকসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান এবং খেলা পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ মাহাবুব-উল-হাসান।

এ সময়  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজকের এই আয়োজন এমন একজন মহীয়সী নারীর নামে অনুষ্ঠিত হচ্ছে যার সাথে বাংলাদেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। তিনি আমাদের জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, যিনি সকল প্রতিকূল পরিবেশে জাতির পিতার পাশে ছিলেন। তাঁর নামে এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন খেলাধুলা মানুষের মনকে প্রশান্তি দেয়। কিন্তু এক্ষেত্রে একসময় মেয়েরা অনেক পিছিয়ে ছিল, তবে বর্তমানে পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় মেয়েরা এখন খেলাধুলাসহ কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। ক্রিকেট,ফুটবল,আর্চারি,সাতারসহ বিভিন্ন খেলায় মেয়েরা এখন জাতীয় পর্যায়ে দেশের সম্মান বয়ে নিয়ে আসছে। তিনি উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান এবং সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা শেষ করার জন্য আহবান জানান।

আরও পড়ুন:  শরীয়তপুর জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান কে এসডিএস'র বিদায়ী সংবর্ধনা

আজকের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদ ও ফিসারিজ অনুষদ। উক্ত খেলায় জয়ী হয় ফিসারিজ অনুষদ। অন্যান্য খেলায় জয়ী হয় এগ্রিকালচার অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ ও বিজ্ঞান অনুষদ।

এদিকে দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে (তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন) ছাত্রদের জন্য “মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টে” এর উদ্বোধন করেন ল ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। প্রথম খেলায় মুখোমুখি হয় এগ্রিকালচার অনুষদ ও ফিসারিজ অনুষদ।

উল্লেখ্য, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে বিজয়ের মাসকে স্মরণীয় করে রাখতে হাবিপ্রবি প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এরই অংশ হিসেবে বুধবার (১ ডিসেম্বর) বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading