ঢাকারবিবার , ৯ মে ২০২১
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

৩’শ পরিবারকে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের ঈদ উপহার বিতরণ

পবিত্র মাহে রমজান ও ঈদুল-ফিতর উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

আজ শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার তিন শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল,১/২ কেজি সয়াবিন তেল,১ কেজি চিনি ও ১ টি করে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট।এর আগে করোনার শুরুতে সংগঠনটি দুই দফায় খাদ্য সহায়তা প্রদান করে।

বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বের ভিসি ও ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ডা.মো.ফজলুল হক (বীর মুক্তিযোদ্ধা), সহ সভাপতি প্রফেসর ড. শ্রীপতি সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, কার্যকরী সদস্য প্রফেসর ড. মো. খালেদ হোসেন, প্রফেসর ড. মো. মাহবুব হোসেন,সহযোগী অধ্যাপক ড. মো.রবিউল সাংস্কৃতিক সম্পাদক মো.শিহাবুল আউয়াল,সদস্য সুমন সরকার সেতু সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  হাবিপ্রবিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২

সর্বশেষ - ক্যাম্পাস