কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় হবে!

প্রকাশ:

Share post:

মহান জাতীয় সংসদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিলটি পাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয়টি কুড়িগ্রামের কোথায় স্থাপিত হবে  এ নিয়ে কৌতুহল ও আলোচনা চলছে জেলার সর্বত্র। এরই মাঝে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড।এ কে এম জাকির হোসেন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। উপাচার্য হিসেবে যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ ,অফিস এবং একাডেমিক বিভিন্ন বিষয়ে বিশিষ্টজনের সাথে মত বিনিময় করেছেন।

নিজ নিজ এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবীতে অনেকেই সমাবেশ ও আলোচনা সভা করেছেন। তবে সরকারি খাসজমি, সব ধরণের শস্য ও মৎস্য গবেষণা, যাতায়াত সুবিধাসহ ভৌগলিক অবস্থান বিবেচনায় আলোচনার শীর্ষে রয়েছে দাসেরহাট।

জানা গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় কুড়িগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় নানা আনুষ্ঠানিকতা শেষে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’ বিলটি পাশ হয়। আইনী প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন, জমি অধিগ্রহন, অবকাঠামো নির্মাণ হবে। এরপর শুরু হবে একাডেমিক কার্যক্রম। দ্রুত এসব কাজ শেষ করার দাবী রয়েছে স্থানীয় জনমনে।

বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি ও জেলার সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয় সুধিজন। বিভিন্ন এলাকায় বিশ্ববিদ্যালয়টির স্থান নির্বাচনের দাবী উঠলেও বর্তমানে কুড়িগ্রাম চিলমারী সড়কের পাশে নালিয়ার দোলা, সোনাহাট-রংপুর আঞ্চলিক মহাসড়কের বাইপাশ রোডের পাশে দাশেরহাট ও সদর উপজেলার টগরাইহাট এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের বিষয়টি আলোচনায় আছে। যৌক্তিকতা বিবেচনায় এগিয়ে দাসেরহাট।

স্থানীয়রা জানান, কমদামে জমি, প্রচুর খাস জমি, একফসলি জমির আধিক্য, বিশালাকারের প্রাকৃতিক লেক, চর ও নদীকেন্দ্রিক কৃষি ও মৎস্যগবেষণার সুযোগ, আঞ্চলিক মহাসড়কের পাশে যাতায়াতের সর্বাধিক সুবিধা নিয়ে দাসেরহাটে বিশ্ববিদ্যালয়টি গড়ে ওঠার স্বপক্ষে বাড়ছে জনমত। এই দাবীতে সংগ্রহ করা হচ্ছে গণস্বাক্ষরও। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি কাঁঠালবাড়ী ইউনিয়নের চেরেঙ্গা, বেলগাছার পলাশবাড়ি, হলোখানার আরাজি পলাশবাড়ি ও টাপুরচর মৌজায় পড়বে বলে জানান এলাকাবাসী।

আরও পড়ুন:  জাবিতে চালু হলো "পাবলিক হেলথ জিনিয়াস" এওয়ার্ড

কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুর বক্ত মিয়া বলেন, ‘দাসেরহাটে বিশ্ববিদ্যালয় হলে যাতায়াতের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা পাবে শিক্ষক ও শিক্ষার্থীরা। পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যাতায়াতের সবচেয়ে সুবিধা রয়েছে এখানে। শহরের পাশে এবং শহরকে যানজট মুক্ত রাখবে এই বিশ্ববিদ্যালয়। এখানে উঁচু জায়গা ও উন্নতমানের মাটি রয়েছে। আছে যা বিভিন্ন ধরণের ফসলের উপর গবেষণাকাজে সহায়ক হবে।’

স্থানীয় ব্যবসায়ী সেকেন্দার আলী জানান, দাশেরহাটে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে সোনাহাট-রংপুর আঞ্চলিক মহাসড়কের সংযোগ পাচ্ছে ৪ কিলোমিটার। সরকারি জমিতে প্রাকৃতিকভাবে সাড়ে ৩ কিলোমিটার লেক আছে। যা মৎস্য গবেষণার জন্য সুবিধা হবে।

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান বলেন, ‘দাশেরহাটে ৪৫০ একরের মতো খাস জমি আছে। রয়েছে বিপুল পরিমাণ এক ফসলি জমি। জমির মূল্যও কম আছে। এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে রেল ও সড়কপথসহ পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে সহজ যোগাযোগ সম্ভব হবে। যানজটও সৃষ্টি হবেনা।’

কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু জানান, কৃষি বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার উপহার। তাই উপযুক্ত জায়গায় এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করতে হবে। এক্ষেত্রে দাসেরহাট বা টগরাইহাটে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে সর্বক্ষেত্রে সুবিধা হবে।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচনের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি জানিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক মো: রেজাউল করিম জানান, কুড়িগ্রামবাসীর সার্বিক উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণার উপযোগী পরিবেশ দেখে বিশ্ববিদ্যালয়টির স্থান নির্বাচন করা হবে।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading