হাবিপ্রবি প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন ও নিপীড়নের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গপণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বে সমাদৃত। কিন্তু কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এবং দেশের বিভিন্ন স্থানে একটি কুচক্রী মহল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে নানাপ্রকার সাম্প্রদায়িক অপ্রীতিকর ঘটনায় মেতে ওঠে। শতাধিক উপাসনালয়, ব্যবসা-প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে রাতের অন্ধকারে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ার আকষ্মিক আক্রমণ পাক হানাদারদের ভয়াল ২৫ মার্চের কাল রাত্রিকেও হার মানায়। ধর্ম অবমাননার নামে সনাতন ধর্মাবলম্বীদের উপর এমন বর্বর আক্রমণ অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ধর্ম নিরপেক্ষতা’ চেতনার সম্পূর্ণ পরিপন্থী।
হাবিপ্রবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী ‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদ’ সনাতন ধর্মাবলম্বীদের ওপর অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। সেই সাথে এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছে।