জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদে নতুন ডীন (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. রবিউল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, আইন অনুষদের পূর্ববর্তী ডীন তাপস কুমার দাস শিক্ষাছুটিতে বিদেশে অবস্থান করছেন। তিনি লিখিতভাবে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্টের প্রথম সংবিধির ৮(২) ধারা অনুযায়ী, অধ্যাপক মো. রবিউল ইসলামকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সুবিধাদি ভোগ করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক রবিউল ইসলাম বলেন, “আইন অনুষদ বর্তমানে সংকটপূর্ণ সময় পার করছে। এখানে আলাদা কোনো ভবন নেই, পর্যাপ্ত ক্লাস নেই, তীব্র শিক্ষক সংকটসহ শিক্ষার্থীদের দাবির বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। ডীন না থাকায় প্রশাসনের সঙ্গে এসব বিষয়ে আলোচনা সম্ভব হয়নি। এখন আমরা সমস্যাগুলোর সমাধানে কাজ করবো।”
তিনি আরও জানান, অনুষদে নতুন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে এবং শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। পাশাপাশি “ডিপার্টমেন্ট অব ল অ্যান্ড পাবলিক পলিসি” নামে একটি নতুন বিভাগ খোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিভাগের সেমিনার লাইব্রেরি সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক জার্নাল উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত:গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, পরীক্ষার নাম্বার ম্যানুপুলেশনসহ নানা অভিযোগের মুখে ডীন তাপস কুমার দাস এবং বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত পাল দায়িত্ব থেকে অব্যাহতি চান। এসব অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করেছে। তদন্ত রিপোর্ট প্রশাসনের কাছে জমা পড়েছে এবং পরবর্তী একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।