ঢাকাবুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

মডেল বাড়ি ‘ভালোবাসা’ হস্তান্তর

প্রতিবেদক
বুলেটিন বার্তা
ফেব্রুয়ারি ১৬, ২০২২

দারিদ্র্যমুক্ত মডেল গ্রাম শীর্ষক প্রায়োগিক গবেষণার আওতাভুক্ত কালশিমাটি গ্রামে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব খলিল আহমদ এর নিজস্ব অর্থায়নে নির্মিত মডেল বাড়ি ‘ভালোবাসা’ এর হস্তান্তর অনুষ্ঠান অদ্য ১৫ ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১.০০ ঘটিকায় কালশিমাটি গ্রামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার জেলার শেরপুর উপজেলার উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব মোঃ ময়নুল ইসলাম এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শহিদুল ইসলাম। এ অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার সকল অনুষদ সদস্য, কর্মচারীগণ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দারিদ্র্য বিমোচন ও আঞ্চলিক বৈষম্য হ্রাসকরণে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ এর উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় একাডেমীর “দারিদ্র্যমুক্ত মডেল গ্রাম” বিষয়ক প্রায়োগিক গবেষণা পরিচালিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে গবেষণাটি দেশের জামালপুর, বগুড়া ও রংপুর জেলার ৩টি গ্রামে পাইলট আকারে স্বল্প পরিসরে কিছু কার্যক্রম শুরু করা হয়েছিল। বগুড়ার কালশিমাটি গ্রামে ডিজিটাল পদ্ধতিতে বেজলাইন সার্ভে করে প্রাপ্ত তথ্য ও উপাত্ত Multidimensional Poverty Index (MPI) score বিশ্লেষণ করে দরিদ্র পরিবার চিহ্নিত করা হয়েছে। MPI স্কোর অনুসারে হতদরিদ্র হিসেবে চিহ্নিত মোছাঃ হাজেরা খাতুন (স্বামী- মোঃ আবুল কাশেম; গ্রাম- কালশিমাটি, উপজেলা- শেরপুর, জেলা- বগুড়া) এবং তার ছেলে জাহিদুলকে নব নির্মিত আরসিসি দেয়াল নির্মিত পাকা বাড়ী ‘ভালোবাসা’ হস্তান্তর করা হয়। হাজেরা খাতুনের ছেলে জাহিদুলের নিকট হতে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করা হয় যে, এই বাড়িতে তার মাকে আমৃত্যু রাখতে হবে।

আরডিএ’র মহাপরিচালকের নেতৃত্বে গৃহহীন পরিবারের মাঝে তাদের নিজস্ব বাস্তভিটায় টেকসই ও স্বল্প খরচে মেরামতযোগ্য বাসস্থান বিনির্মাণে মডেল উদ্ভাবনের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তির নির্মাণ সামগ্রী (স্টোন চিপস/স্টোন চিক চিপস) ব্যবহার করে আরসিসি ভবন নির্মাণ বিষয়ে প্রায়োগিক গবেষণা পরিচালিত হচ্ছে। ভবনগুলি বাস্তবতার নিরিখে টেকসই ও স্থায়িত্ব বিবেচনায় সুদৃঢ়।

আরও পড়ুনঃ  একুশে পদকপ্রাপ্ত এডভোকেট লিংকনকে নাগরিক সংবর্ধনা

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার উদ্ভাবিত “স্বল্প ব্যয়ে আরসিসি নির্মিত বাড়ি” উপহার হিসেবে হস্তান্তরের উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর “পাকা বাড়ি উপহার” বিশ্বনন্দিত এ মানবিক উদ্যোগের পাশাপাশি দেশের বিত্তবান সমাজ যেন এগিয়ে আসে এবং নিজস্ব অর্থায়নে গৃহহীনদের জন্য সাহায্য হিসেবে বিনামূল্যে গৃহ হস্তান্তরে আগ্রহী হয়। এছাড়া গ্রামে অনেক বিত্তবান পরিবার স্বাস্থ্যসম্মত নয় এমন কুঁড়ে ঘরে বাসবাস করে, যা এসডিজির উদ্দেশ্য বাস্তবায়নের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আরডিএ উদ্ভাবিত ‘স্বল্প ব্যয়ে মডেল বাড়ি’ নির্মাণের উদ্দেশ্য হচ্ছে নিম্ন থেকে উচ্চবিত্তের মানুষের মানসিকতার পরিবর্তন ঘটানো এবং একই সাথে এসডিজি বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখা। বাড়ি নির্মাণের ফলে এ ধরণের বাড়ি নির্মাণের ফলে Multi-dimensional poverty এর ১০ সূচকের মধ্যে পাঁচটি সূচকের (যেমন: উন্নত বাড়ি, উন্নত সেনিটারি ব্যবস্থা, বিদ্যুৎ সুবিধা, বিশুদ্ধ পানি এবং উন্নত চুলা) উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব।

একাডেমীর মহাপরিচালক বাড়িটির নাম দিয়েছেন ‘ভালোবাসা’। ‘ভালোবাসা’ বাড়িটি মোট ৫৬৩.২০ বর্গ ফুট আয়তন বিশিষ্ট আরসিসি ভবন, অর্থাৎ বাড়িটির সম্পূর্ণ দেওয়াল ঢালাই করা যেখানে ইট ব্যবহার করা হয়নি। নির্মাণ সামগ্রী হিসেবে ইটের খোয়া, বালি, সিমেন্ট এবং এমএস বার (রড) ব্যবহার করা হয়েছে। সিমেন্ট, বালি ও খোয়ার রেশিও ১:২:৪ এবং 500W এমএসবার (রড) ব্যবহার করা হয়েছে যার Tensile Stangth 72000 পিএসআই। জানালাগুলি থাই এ্যালুমিনিয়াম এবং দরজাগুলি মাইল স্টিল সীট নির্মিত। বাড়ির সকল রুমের মেঝে রেড অক্সাইড সম্বলিত নেট সিমেন্ট ফিনিসিং করা। এই বাড়িতে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এবং ডিপ টিউবওয়েল ও পানির ট্যাংকের ব্যবস্থা করা হয়েছে। ‘ভালোবাসা’ বাড়িটিতে দু’টি শোবার ঘর (১০’ × ১১’); একটি ড্রইং কাম-ডাইনিং রুম (৯’-১.৫” × ১৭’); একটি রান্নাঘর (৯’-১.৫” × ৬’); একটি বাথরুম (৬’-৪.৫” × ৫’) এবং একটি বারান্দা (৪’-৩.৫” × ৯’-৫”) রয়েছে।

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ

পরিবেশ সচেতনতায় গ্রীন ভয়েসের সাইকেল র‍্যালি

মডেল বাড়ি ‘ভালোবাসা’ হস্তান্তর

ভয়াল ২১ আগস্ট স্মরণে হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান ও দোয়া অনুষ্ঠিত

প্রধান বিচারপতির পদত্যাগ চাইলেন: আসিফ মাহমুদ

আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি: প্রধানমন্ত্রী

জাবি শিক্ষার্থীর তৈরি ভেন্ডিং মেশিনে স্বল্পমূল্যে মিলবে স্যানিটারি ন্যাপকিন সেবা

হাবিপ্রবিতে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

এসডিএস’র আরএমটিপি প্রকল্পের আওতায় মৎস্যখামারীদের মাঝে চেক বিতরণ

শিশু থেকে বৃদ্ধ- নৌকার মাঝি শামীম মাস্টারের পক্ষে সবাই একতাবদ্ধ

কুড়িকৃবি

ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক থাকতে কুড়িকৃবি কর্তৃপক্ষের আহ্বান