হাবিপ্রবি গ্রীন ভয়েসের উদ্যোগে উঠান বৈঠক ও বীজ বিতরণ

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি: বসতবাড়িতে সবজি চাষ, অর্থ-পুষ্টি বারো মাস স্লোগানে  উঠান বৈঠক ও সবজি বীজ বিতরণ করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।

মঙ্গলবার (১৪ জুন) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুবড়া গ্রামের কতিপয় মানুষের মাঝে পেঁপে, লাউ,ঝিঙা, বরবটি,করলা ও চাল কুমড়াসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ ও উঠান বৈঠক করা হয়। এতে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টা ও সহকারী প্রক্টর ড.মো. রবিউল ইসলাম।

গ্রীন ভয়েসের তথ্য ও যোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক সানজিদা আক্তার সুমনার সঞ্চালনায় উঠান বৈঠকে নারীদের আত্মনির্ভরশীল হতে বসত বাড়িতে সবজি চাষের গুরুত্ব এবং নিয়মাবলি নিয়ে আলোচনা করেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার নারী ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজমেরি তুজ জাহান কণা।

প্রধান অতিথির বক্তব্যে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার উপদেষ্টা ড. মো. রবিউল ইসলাম বলেন, গ্রীন ভয়েস যে উদ্যোগটি নিয়েছে সেটি অত্যন্ত চমৎকার। বসত বাড়ির আশেপাশে সবজি চাষ করলে একদিকে যেমন বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায় অন্যদিকে আর্থিকভাবে কিছুটা হলেও লাভবান হওয়া যায়। তাছাড়া নিজস্ব তত্ত্বাবধানে একবারে ফ্রেশ ও নিরাপদ সবজি পাওয়া যায়। আপনারা চাইলে নিজেরাই মৌসুমি ভিত্তিক বিভিন্ন ফলজ, বনজ এবং সবজি বাড়ির আশেপাশে করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি রবিউল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান হৃদয়,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি জীবন উপ-নারী ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নুসরাত জাহান উর্মি, অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা,নয়ন,সুরভী, তামান্না, শুভ,মারুফ,সৈয়দ, ইসমোতআরা,রিপন,দুর্জয়, সাগর,রাব্বি প্রমুখ।

আরও পড়ুন:  কাজুবাদাম, কফির সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ চলছে: কৃষিমন্ত্রী
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading