বার্তাবুলেটিন: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড.এ.কে.এম জাকির হোসেন।
এক ফেসবুক বার্তায় উপাচার্য অধ্যাপক ড.জাকির হোসেন বলেন, একজন রাজনৈতিক কিংবদন্তির মহাপ্রয়াণ। মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর আমাদের মাঝে নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি আলোকিত নাম, একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য । এর আগে তিনি পরিবেশ ও বন মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৫৬ সাল থেকে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৬৯–১৯৭৫ সময়কালে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, মানব কল্যাণে নিয়োজিত এই বর্ষীয়ান রাজনীতিবিদকে যেন বেহেশত নসীব করুন। আমিন!
জানা যায়, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে আগস্ট মাসের শেষ দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) ভর্তি হয়েছিলেন আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক সাজেদা চৌধুরী। সেখানেই রোববার মধ্যরাতে (১১.৪০ মিনিট) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
উল্লেখ্য, সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মাতা সৈয়দা আছিয়া খাতুন। শিক্ষাজীবনে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার স্বামী রাজনীতিবিদ এবং সমাজকর্মী গোলাম আকবর চৌধুরী। ২০১৫ সালের ২৩ নভেম্বর তার স্বামী মৃত্যুবরণ করেন।তাদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।