টিকা নিবন্ধন সহায়তায় গ্রামের মানুষের পাশে “ফিনিক্স”

প্রকাশ:

Share post:

রনি সরকার: মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে গ্রামগুলোতে করোনাভাইরাসের টিকা আগস্ট মাস থেকে দেয়া শুরু হবে। এ জন্য বিনামূল্যে টিকার নিবন্ধন করতে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছে বুড়াবুড়ীর স্বেচ্ছাসেবী সংগঠন “ফিনিক্স-সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ” সদস্যরা।

গত ১ আগস্ট ২০২১ ইং থেকে ৭ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলছিল প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত। বুড়াবুড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “ফিনিক্স-সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ” এর স্বেচ্ছাসেবকরা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ও বুড়াবুড়ী বাজারস্থ ফিনিক্স কার্যালয়ে কোভিড টিকার রেজিস্ট্রেশনে গ্রামের মানুষকে সহায়তা করছেন।এখন পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনা ভাইরাসের টিকার জন্য আট শতাধিক/ (৮০০) মানুষকে ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিয়েছেন এবং এ কার্যক্রমের পাশাপাশি টিকা নিবন্ধনকারীদের ফ্রি মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করেছেন। এছাড়াও উক্ত সংগঠনের সদস্যরা করোনার প্রারম্ভিককালে বিদেশ ফেরতদের হোম কোয়ারেনটাইন নিশ্চিত, সাবান ও মাস্ক বিতরন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে এলাকায় ব্যাপক প্রচারনা চালায়।

নিবন্ধন কার্যক্রম নিয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে, ফ্রি নিবন্ধনকারীদের মধ্যে ৭০ বয়স্ক এক মহিলা বলেন, “এই ছাওয়া গুলা হামাক আইডি কার্ড দিয়া করুনার টিকে দিবে বলে মাইকত কবার নাগসে শুনে মুই আনুং। আসি সোনং এই টিকে দিলে বলে কমরত বিষ থাকপার নয়, তা মুই কনুং বারে মুই বিষতে কাম করবার পাং না, মক তারাতারি টিকে দিলে আরাম পানুং হয়। তা মুই দোয়া করং, ছাওয়া গুলার ভাল হউক।

এ ব্যাপারে ফিনিক্স পরিচালক রানু সিদ্দিক বলেন, ফিনিক্স সমাজের মঙ্গল হয় এমন কাজ পূর্বেও করেছে, এখনও করছে, এবং ভবিষ্যতেও করবে। পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন চান তিনি।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রনি সরকার বলেন, “কোভিড-১৯ টিকার নিবন্ধনের অভাবে গ্রামের মানুষ টিকা গ্রহণে পিছিয়ে পড়ছে। তাই সরকার কর্তৃক নির্দেশনা বাস্তবায়নে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফিনিক্স এর পক্ষ থেকে ফ্রিতে রেজিষ্ট্রেশন ক্যাম্প করে কার্যক্রম পরিচালিত হচ্ছে। টিকা নিবন্ধন সহায়তায় গ্রামের মানুষের পাশে “ফিনিক্স-সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ”

আরও পড়ুন:  পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালকের এসডিএস’র কার্যক্রম পরিদর্শন

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে গ্রামগুলোতে করোনাভাইরাসের টিকা আগস্ট মাস থেকে দেয়া শুরু হবে। এ জন্য বিনামূল্যে টিকার নিবন্ধন করতে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু করেছে বুড়াবুড়ীর স্বেচ্ছাসেবী সংগঠন “ফিনিক্স-সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ” সদস্যরা।

ফিনিক্স

১ আগস্ট ২০২১ ইং থেকে ৭ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলছিল প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত। বুড়াবুড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “ফিনিক্স-সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ” এর স্বেচ্ছাসেবকরা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ও বুড়াবুড়ী বাজারস্থ ফিনিক্স কার্যালয়ে কোভিড টিকার রেজিস্ট্রেশনে গ্রামের মানুষকে সহায়তা করছেন। এখন পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনা ভাইরাসের টিকার জন্য আট শতাধিক/ (৮০০) মানুষকে ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিয়েছেন এবং এ কার্যক্রমের পাশাপাশি টিকা নিবন্ধনকারীদের ফ্রি মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করেছেন। এছাড়াও উক্ত সংগঠনের সদস্যরা করোনার প্রারম্ভিককালে বিদেশ ফেরতদের হোম কোয়ারেনটাইন নিশ্চিত, সাবান ও মাস্ক বিতরন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে এলাকায় ব্যাপক প্রচারনা চালায়।

নিবন্ধন কার্যক্রম নিয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে, ফ্রি নিবন্ধনকারীদের মধ্যে ৭০ বয়স্ক এক মহিলা বলেন, “এই ছাওয়া গুলা হামাক আইডি কার্ড দিয়া করুনার টিকে দিবে বলে মাইকত কবার নাগসে শুনে মুই আনুং। আসি সোনং এই টিকে দিলে বলে কমরত বিষ থাকপার নয়, তা মুই কনুং বারে মুই বিষতে কাম করবার পাং না, মক তারাতারি টিকে দিলে আরাম পানুং হয়। তা মুই দোয়া করং, ছাওয়া গুলার ভাল হউক।

spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading