ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. চট্রগ্রাম
  10. চাকুরী বার্তা
  11. জনমত
  12. জাতীয়
  13. ঢাকা
  14. পরিবেশ ও বিজ্ঞান
  15. ফিচার

বঙ্গবন্ধু বিশ্বে সকল মুক্তিকামী মানুষের জন্য আইকন হয়ে আছেন: ড. কলিমউল্লাহ

প্রতিবেদক
বার্তা বুলেটিন
আগস্ট ১০, ২০২১

শিহাব মন্ডল: শোকাবহ ১৫ আগস্ট ও জানিপপ-এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)-এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট)জানিপপ-এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শোকাবহ ১৫ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করেন।

ড. কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু সবমসয় গণমানুষের পক্ষে লড়াই করে গেছেন। ছাত্রাবস্থায় থাকতেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ছাত্রত্ব হারান। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ও নিপীড়িত মানুষের পক্ষে তিনি লড়াই করে গেছেন। সেজন্য বিশ্ব দরবারে তাঁকে আইডল হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়াও সভাপতি তাঁর বক্তব্যে জানিপপ-এর বর্তমান ও সাবেক কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য, বিভাগীয় সমন্বয়কারী, ন্যাশনাল ভলেনটিয়ার এবং শুভাকাঙ্ক্ষীদের অত্র প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জানিপপ গত দুই যুগের বেশি সময় ধরে দেশে এবং বিদেশে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

শোকাবহ আগস্ট উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উপ-পরিচালক (প্রকাশনা) ড. মোঃ আতাউর রহমান।

ড. আতাউর রহমান বলেন, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের প্রতি বঙ্গবন্ধুর উৎসাহ ও উদ্দীপনা ছিলো। বঙ্গবন্ধুর উদ্যোগের কারণেই দিনাজপুর জেলার সীতাকোট বিহার খননের কাজ হাতে নেয়া হয়েছে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল ভলেনটিয়ার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক ড. উম্মে আয়মান লিজা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান, ন্যাশনাল ভলেনটিয়ার যথাক্রমে আফসানা সনি, মোঃ এহতেরামুল হক, মোঃ কামাল উদ্দিন, শামসুন্নাহার লাভলী, মোহাম্মদ হাবিবুর রহমান এবং আব্দুল্লাহ আল তোফায়েল। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শোকের মাস উপলক্ষ্যে সাত মাসব্যাপী ভার্চুয়াল আলোচনা সভায় জানিপপ-এর ন্যাশনাল ভলেনটিয়ারগণ বঙ্গবন্ধুর অবদান ও আত্নত্যাগ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সর্বশেষ - জাতীয়

নির্বাচিত সংবাদ
ছবি সংগৃহীত

বঙ্গকন্যা শেখ হাসিনা

আহমাদুল্লাহ

যে বৈষম্যের কথা কেউ বলে না: শায়খ আহমাদুল্লাহ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা

মুহাম্মদ ইউনূস

আবু সাঈদ যেমন দাঁড়িয়েছে, আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবেঃ ড. মুহাম্মদ ইউনূস

এটিএন বাংলা-‘উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড’ নির্বাচিত হলেন অধ্যাপক তোফাজ্জল

আমেরিকান ফাইটোপ্যাথোলজিক্যাল সোসাইটির ফেলো হলেন অধ্যাপক তোফাজ্জল

কাজুবাদাম, কফির সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ চলছে: কৃষিমন্ত্রী

কাতার বিশ্বকাপ

যেসব চ্যানেলে দেখা যাবে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২

হাবিপ্রবিতে তথ্য অধিকার আইন

হাবিপ্রবিতে তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ

বেকারত্ব কমাতে শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি