হাবিপ্রবি’র আবাসিক হল খুলবে ১৮ অক্টোবর

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি প্রতিনিধি: কোভিড-১৯ এর কমপক্ষে একটি ডোজ গ্রহণ সাপেক্ষে ১৮ অক্টোবর থেকে পর্যায়ক্রমে হলে উঠতে পারবে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে আয়োজিত ৫৮ তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১৮ অক্টোবর থেকে যারা অন্তত একটি কোভিড-১৯ টিকা ডোজ নিয়েছেন তারা হলে উঠার সুযোগ পাবেন। প্রথমে মাস্টার্স এরপর ৩য়, ৪র্থ লেভেলে অধ্যায়নরত শিক্ষার্থীরা হলে উঠতে পারবে । এভাবে পর্যায়ক্রমে অন্যান্য হলের আবাসিক শিক্ষার্থীদের উঠানো হবে। শুরুতে শেখ রাসেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুলে দেয়া হবে। ১৯ অক্টোবর ডরমেটরি-২ ও শেখ ফজিলাতুন্নেসা এবং ২০ অক্টোবর তাজউদ্দীন আহমদ, কবি সুফিয়া কামাল ও আইভি রহমান হল খোলা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মামুনুর রশিদ জানান, ১৮ থেকে হল এবং ২১ অক্টোবর থেকে ক্যাম্পাস খুলে দেয়া হবে। এ বিষয়ে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হবে।

উল্লেখ্য যে, একাডেমিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এতে একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ অনলাইন ও অফলাইন সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন:  ডিজিটাল অনলাইন নিরাপত্তা প্রশিক্ষণ দিচ্ছে ফেসবুক ও ইউএন উইমেন
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading