ঢাকাসোমবার , ৩ জুন ২০২৪
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

হাবিপ্রবিতে কৃষি প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের প্রফেশনাল স্কিলসে প্রশিক্ষণ প্রদান

বার্তাবুলেটিন ডেস্কঃ  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবিতে) এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য “ডেভেলপমেন্ট অব প্রফেশনাল স্কিলস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (ক্যাডস) উক্ত কর্মশালা আয়োজন করে।

রবিবার (১৯ মে) সকাল ১০টা-দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনে অবস্থিত ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর ২৪৯ নং কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যাডভাইজরি শাখার পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার এর পরিচালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহনুর কবীর।

কর্মশালায় এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন স্কিলসে দক্ষতা অর্জন করে মানব সম্পদে পরিণত হয়ে কিভাবে স্মার্ট নাগরিক হওয়ার পাশাপাশি সিভি রাইটিং, কাভার লেটার ও মোটিভেশনাল লেটার কিভাবে লিখতে হয় তা বিশদভাবে প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়া বিদেশে উচ্চ শিক্ষা অর্জনে একাডেমিক পর্যায়ে কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং স্কলারশিপ অর্জনে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে আলোকপাত করা হয়।

কর্মশালার শেষাংশে ক্যারিয়ার অ্যাডভাইজরি শাখার পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এই ধরনের কর্মশালা আয়োজন শিক্ষার্থীদের দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেব গড়ে তুলবে। পাশাপাশি তিনি কর্মশালায় উপস্থিত সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, রিসোর্স পার্সন, আইআরটি’র পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীসহ কর্মশালা আয়োজনে সহায়তাকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  অক্টোবরে থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ দিবে ইউজিসি

সর্বশেষ - ক্যাম্পাস