বশেমুরকৃবি’র আন্তর্জাতিক পরিচালক হিসেবে যোগ দিলেন বিজ্ঞানী তোফাজ্জল  ইসলাম

প্রকাশ:

Share post:

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে যোগদান করেছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাকালীন প্রফেসর ও পরিচালক অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। আইবিজিই’র প্রফেসরের দায়িত্ব পালনের পাশাপাশি আগামী ২ বছরের জন্য এ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এবং বিশ্ব বিজ্ঞান একাডেমি-এর নির্বাচিত ফেলো এ জীবপ্রযুক্তিবিদ।

আজ (২ জুন) রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) সেমিনার কক্ষে উৎসব মুখর পরিবেশে এ দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। আনুষ্ঠানিভাবে পরিচালক পদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি অ্যানিম্যাল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের প্রফেসর ড. আবু সাদেক মো. সেলিম এর স্থলাভিষিক্ত হলেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন ও অর্থনীতি বিভাগের প্রধান ও সহকারী পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক)  অধ্যাপক ড. মো. মনজুরুল ইসলাম।

তোফাজ্জল ইসলাম

সার্বিক বিষয়ে জানতে চাইলে ২০১৬ সালে গমে মহামারী সৃষ্টিকারী  ছত্রাক জীবাণুর উৎপত্তিস্থল নির্ণয়কারী এ জীবপ্রযুক্তিবিদ বলেন, “আমার যাবতীয় উদ্ভাবন ও আবিস্কারের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার আলোকে প্রজ্বলিত হবে বশেমুরকৃবি’র আন্তর্জাতিক বিষয়ক অঙ্গন।  যার নিরিখে বশেমুরকৃবি’র যেকোনো গবেষণালব্ধ উদ্ভাবন নিরূপিত হবে আন্তর্জাতিক মানদণ্ডে। “ মেধা-মনন ও অভিজ্ঞতার সবটুকু নিঙড়ে এ বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞানভিত্তিক গবেষণার উৎকর্ষ সাধনের এক উজ্জ্বল ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চান বলেও দৃঢ়তা ব্যক্ত করেন ১০ সহস্রাধিক গবেষণা সাইটেশনের অধিকারী এ শিক্ষাবিদ ও লেখক । জিনোম এডিটিং, কৃষিতে ন্যানো প্রযুক্তি, বারমাসি কাঁঠাল ও ইলিশের অন্ত্রের জীবাণুর জীবন রহস্য উন্মোচনকারী হিসেবে সমধিক পরিচিত বিজ্ঞানী তোফাজ্জল ইসলাম। কৃতিত্বের শীর্ষে অবস্থান করায় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্নপদক, কমনওয়েলথ ইনোভেশন পুরস্কার, রোটার ফাউন্ডেশনের ভোকেশনাল এক্সিলেন্স পুরস্কার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক পুরস্কার,  খাদ্য ও কৃষি পুরস্কার, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) পুরস্কারসহ বহু অভিধায় পুরস্কৃত  হয়েছেন ১৯৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া এ প্রথিতযশা কৃষিবিদ। বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের শতভাগ সফল ব্যবহার নিশ্চিত করে বশেমুরকৃবি হয়ে উঠবে বিজ্ঞানভিত্তিক পাঠদানের এক আদর্শ প্রতিষ্ঠান হিসেবে, যার সুফল ভোগ করবে দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন আঙ্গিক এমনটি আশা করছেন বায়োটেকনোলজিস্ট এবং ক্রিসপার-কাস মেথড এবং বেসিলি এন্ড এগ্রোবায়োটেকনোলজি দুটি সিরিজ বইয়ের   প্রধান সম্পাদক  বিজ্ঞানী অধ্যাপক   ড. তোফাজ্জল ইসলাম

আরও পড়ুন:  জাবি পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে নাইমুর-রাকিবুল

উল্লেখ্য গত ২৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক আদেশ বলে এ নিয়োগ দেয়া হয়।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading