হাবিপ্রবির সাথে ‘প্রবৃদ্ধি সুইসকনট্যাক্ট’ এর সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি, দিনাজপুর: উচ্চ প্রায়োগিক শিক্ষায় গবেষণা সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে ৪ অক্টোবর বুধবার হাবিপ্রবি’র ভিআইপি কনফারেন্স কক্ষে ‘প্রবৃদ্ধি সুইসকনট্যাক্ট’ এর সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। হাবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান এবং প্রবৃদ্ধি সুইসকনট্যাক্ট পক্ষে স্বাক্ষর করেন প্রবৃদ্ধি’র টিম লিডার মার্কাস এহমান।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. ফাহিমা খানম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মেহেদী ইসলাম, সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর মো. গোলাম রব্বানী, লাইব্রেরিয়ান প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার, ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. মাহাবুব হোসেন, হিসাব শাখার পরিচালক মো. মিজানুর রহমান ও প্রবৃদ্ধি’র বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস কর্মকর্তা আহমেদ রিফাত কবীরসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. মফিজউল ইসলাম। প্রবৃদ্ধি’র টিম লিডার মার্কাস এহমান প্রজেক্টরের মাধ্যমে তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে বিশ^বিদ্যালয়ের গবেষকগণ উন্নত প্রায়োগিক গবেণার সুযোগ পাবেন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবিত হবে। যা ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ হবে এ অঞ্চল তথা সারা দেশ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পরিবেশের উপর ঋনাত্বক প্রভাব কমিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন এবং উন্নয়ন কর্মকান্ডগুলো পরিবেশ বান্ধব হিসেবে বাস্তবায়ন করে যাচ্ছেন।

আরও পড়ুন:  ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading