প্রশাসনের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ: বাস দাবি শিক্ষার্থীদের

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি সংবাদদাতা: পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।

শনিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিত করায় দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দিনাজপুর জেলাসহ সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে যা খুবই উদ্বেগজনক।করোনাভাইরাস এর এতো দ্রুত সংক্রমণ প্রতিরোধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকলের সু-স্বাস্থ্য বিবেচনায় ঘোষিত পরীক্ষাসমূহও স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনিবার্যকারণবশত পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগত ছাত্র-ছাত্রীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করছে’।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একাডেমিক ক্ষতির বিষয়টি বিবেচনা করে অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আশা করা যাচ্ছে অতি দ্রুততার সাথে অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুমোদন হবে এবং পরীক্ষা গ্রহণ শুরু করা হবে’।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ জারী করে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যেতে বলায় ক্ষোভ প্রকাশ করেছে অনেক শিক্ষার্থী। তাদের দাবি লকডাউনে যেহেতু সকল ধরণের গণ পরিবহন বন্ধ, এজন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা দিয়ে তাদের বাসায় পৌঁছে দেওয়া হোক।

১৭ ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রিপা বলেন, ‘এখন আমাদের বাসায় যাওয়ায় জন্য প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ের বাসের ব্যবস্থা করে দেওয়া। আমার বাসা ময়মনসিংহ। অথচ গতকাল থেকে বাস খুঁজতেছি,কিন্তু কোন বাস পাচ্ছি না। এমন পরিস্থিতিতে কিভাবে বাসায় যাবো জানা নেই’।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝতে পারছি। তাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা দিয়ে বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেওয়া যায় কিনা, এ ব্যাপারে আমরা আগামীকাল একটা মিটিং করবো। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে পরিবহন সুবিধা দেওয়ার ব্যাপারে’।

আরও পড়ুন:  টেক্সটাইল মিলস চত্বরে হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস

উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষিত হবার পর গত ২১ জুন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল ধরণের পরীক্ষা স্থগিত ঘোষণা করে হাবিপ্রবি প্রশাসন। প্রশাসনের এমন সিদ্ধান্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়ে।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading