নিজস্ব প্রতিবেদক: ভাষার মাসে মেধার পাশে স্লোগানে দিনাজপুরের চাঁদগঞ্জ এএসএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১৫০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।
শনিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস শাখার আয়োজনে চাঁদগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী ১৫০জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী হিসেবে বই, খাতা, কলম, স্নাপার ও রাবার দেয়া হয় এবং পাঁচজন (০৫) মেধাবী শিক্ষার্থীকে ৪০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী সিনিয়র শিক্ষক মোঃতরিকুল ইসলাম, স্বপন কুমার রায়, নেয়ামুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রীন ভয়েস পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক যে কাজগুলো করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণের জন্য আমাদের স্কুলকে নির্বাচন করায় গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও যেকোন শিক্ষামূলক কাজে গ্রীন ভয়েসের জন্য আমাদের সাহায্য ও সহযোগিতায় অব্যাহত থাকবে।
এ বিষয়ে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সভাপতি রবিউল ইসলাম রুবেল জানান, গ্রীন ভয়েসের শিক্ষা বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে আজ চাঁদগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই শিক্ষা সামগ্রী ও মেধাবৃত্তি প্রদান করা হয়। পড়াশোনা এবং ভালো কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই প্রচেষ্টা।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিপ্রবি গ্রীন ভয়েস শাখার সাধারণ সম্পাদক সুরাইয়া জেবিন সেঁজুতি,সহ সভাপতি বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান হৃদয়,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা নিগার সুলতানা, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃউজ্জল, নারী ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আজেমেরী কনা, উপ- তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার সুমনা, উপ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজওয়ানা পারভিন কলি, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরমান হোসেন পলাশসহ গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখার সবুজ বন্ধুরা।
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Telegram (Opens in new window) Telegram
- Click to print (Opens in new window) Print