আগামীকাল শেষ হচ্ছে সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশ:

Share post:

আসিফ সরকার, জাবি প্রতিনিধি: আগামীকাল সমাপ্তি ঘটবে ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের, যা জুলাই বিপ্লবের চেতনায় আয়োজিত হয়েছিল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

‘রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা’ স্লোগানে গত বছরের ১৮ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসবে ৬৮টি দেশের ২৩৫টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া, ২৬টি দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র “ইনস্টিটিউট ফোকাস” বিভাগে প্রতিযোগিতা করেছে, যা বিভিন্ন জাতির সংস্কৃতির সংযোগ স্থাপনে ভূমিকা রাখবে। উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হয় ২১ ফেব্রুয়ারি এবং চলবে আগামীকাল পর্যন্ত।

আজ সন্ধ্যা ৭টায় মেঘ ফাউন্ডেশনের সভাকক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতা বিভাগের বিজয়ীদের পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কায়নাত থেবু, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিনেমাকিং লিমিটেডের চেয়ারম্যান রিনাত সুলতানা এবং কিশলয় বিদ্যাপীঠের পরিচালক নাজির খান লিটন। সভাপতিত্ব করবেন উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

দেশের বর্তমান পরিস্থিতির কারণে অনেকে সরাসরি অংশ নিতে না পারলেও অনলাইনে যুক্ত ছিলেন। তবে, পাকিস্তানি চলচ্চিত্র নির্মাতা ও লাহোর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের সহযোগী অধ্যাপক কায়নাত থেবু সরাসরি অংশগ্রহণ করেছেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

উৎসবের পোস্টারে জুলাই ৩৬ বিপ্লবের চিত্র ও শহীদ আবু সাইদের স্কেচ প্রদর্শিত হয়েছে, যা ভারতীয় চিত্রকর কৌশিক সরকার অঙ্কন করেন।

উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, তরুণ শিক্ষার্থী ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে বহুদেশীয় সম্পর্ক স্থাপন ও বিশ্বদরবারে বাংলাদেশের পরিচিতি তুলে ধরা হচ্ছে।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে বেলজিয়ামের নির্মাতা আনি ক্লার্ক ও মিশেল ভ্যান ডের ভেকেন পরিচালিত ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’, যা সেরা ডকুমেন্টারি চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এছাড়া, পাকিস্তানি নির্মাতা কায়নাত থেবুর ‘মেড উইথ লাভ’ ডকুমেন্টারি বেস্ট এশিয়ান ডকুমেন্টারি পুরস্কার অর্জন করেছে।

আরও পড়ুন:  এসএসসি - এইচএসসি পরীক্ষা হবেই

উৎসবে প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাসিবাদের কবলে চলচ্চিত্র ও সংস্কৃতি’, ‘মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় চলচ্চিত্রের ভূমিকা’ ও ‘জুলাই ৩৬ প্রেক্ষিত কালচারাল পলিটিক্স’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে জুলাই ৩৬ গণহত্যার তথ্যচিত্র নির্ভর পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি ‘নেক্সট জেনারেশন লিডার’-এর ট্রেইলার।

উল্লেখ্য, মেঘ ফাউন্ডেশনের আয়োজনে এবং ঢাকা ফেস্টিভালের সহযোগিতায় ২০২০ সাল থেকে প্রতি বছর সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আসরটি জুলাই ৩৬ আন্দোলনে শহীদদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading