অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সংগঠন ‘৫১’র শক্তি’।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাদের নিজস্ব সংগঠন “৫১’র শক্তি”র আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের শিক্ষার্থীরা জানান, শীতের তীব্রতা উপেক্ষা করে কিছু মানুষকে উষ্ণতার ছোঁয়া দিতে তারা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করেন। একদল সাভার, পাকিজা এবং হেমায়েতপুরের আশপাশের ওভারব্রিজগুলোতে থাকা দরিদ্র মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেয়। দ্বিতীয় গ্রুপটি যায় বিশমাইল, নবীনগর, ধামরাই এবং কালামপুরের ওভারব্রিজ এলাকায়। তৃতীয় গ্রুপটি কুটুরিয়া থেকে জিরাবো পর্যন্ত হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। একদিনেই তারা শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন।
শিক্ষার্থীরা জানান, ‘৫১’র শক্তি’ প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে। এছাড়া সারা বছর নানা ধরনের সামাজিক কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়।