পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা, সক্ষমতা ও গর্বের প্রতীক: উপাচার্য

প্রকাশ:

Share post:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

দিনটি উপলক্ষে আজ (২৫ জুন ২০২২) সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরবর্তীতে একটি আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ প্রজেক্টরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। এর পাশাপাশি হল সুপারগণের নেতৃত্বে শিক্ষার্থীদের বিভিন্ন হলেও উদ্বোধনী অনুষ্ঠান অবলোকনের আয়োজন করা হয়।

পরবর্তীতে অডিটোরিয়াম-২ এ কর্মচারীদের জন্য “অফিস সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য। এসময় উপাচার্য বলেন, পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা, সক্ষমতা ও গর্বের প্রতীক। আজকের এই বিশেষ দিনে আপনাদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে, যা বিশেষ গুরুত্ব বহন করে। তিনি বলেন, আপনার আমার বেতন হয় জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায়। তাই আমাদের যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

এছাড়াও, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ আন্ত:অনুষদীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন:  সুষ্ঠুভাবে হাবিপ্রবি কেন্দ্রে 'ক' ইউনিটের গুচ্ছ ভর্তিপরীক্ষা সম্পন্ন
spot_img

সংবাদ সারাদেশ

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

জানাক ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতাদের নেতৃত্বে আসছে নতুন একটি রাজনৈতিক দল। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ...

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিষদের নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন দেশের পাবলিক...

ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পরিবারের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ হয় মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি গ্রামের ১৯...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading