বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ডিগ্ৰী কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
২২ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফুলবাড়ী ডিগ্ৰী কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে সানরোজ বসুনিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মহেশ্বর রায় শুভ , সিনিয়র সহ-সভাপতি হিসেবে জোনাইদুল ইসলাম আদিল,সহ-সভাপতি সুজন মিয়া,মইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু, রমজান আলী রনি, সাংগঠনিক সম্পাদক হিসেবে রেদওয়ান হাসান তুষার সহ আংশিক কমিটি ঘোষণা করেছে।
এছাড়াও আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করেছেন।