হাবিপ্রবিতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে ফুড এক্সিবিশন

প্রকাশ:

Share post:

হাবিপ্রবি, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সোসাইটি অব ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং এর আয়োজনে বিশ্ব খাদ্য দিবস-২০২৪ উপলক্ষ্যে চার দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রবিবার (২০ অক্টোবর’২৪) ফুড এক্সিবিশন এর উদ্বোধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরাত এ খুদা একাডেমিক ভবনের নিচ তলায় উক্ত এক্সিবিশন এর উদ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি হাবিপ্রবি’র জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদের ডীন প্রফেসর ড. মফিজউল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিশ্ব খাদ্য দিবস-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মারুফ আহমেদ ও সদস্য-সচিব প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা এবং উক্ত অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

পরিদর্শন শেষে সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, আমরা জানি ওর্য়াল্ড ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এর প্রতিষ্ঠা বার্ষিকী অক্টোবর মাসের ১৬ তারিখ, এই দিনটিকে কেন্দ্র করেই বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। এই দিবসটি ঘিরেই আজকের এই আয়োজন। এক্সিবিশনে প্রায় ১০ টি স্টল দেয়া হয়েছে, আমরা সবগুলো স্টল পরিদর্শন করেছি, এখানে অনেক উদ্ভাবনীমূলক খাবারের আইটেম দেখতে পেলাম। বিশেষ করে আমাদের যে সমস্ত লোকাল খাবারগুলো রয়েছে এর উপর তারা অনেক প্রোডাক্ট তৈরি করেছে, আমি মনে করি এটি একটি চমৎকার ধারণা। আমি আশা করি ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছেই খাবারগুলো জনপ্রিয়তা পাবে। এখানে খাদ্যের মান ও খাদ্য নিরাপত্তার উপর যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে। এ প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নবদিগন্তের সূচনা হবে। আমি মনে করি হাবিপ্রবি’র সংশ্লিষ্ট বিভাগগুলো এক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করছে এবং এর মাধ্যমে তারা দেশ ও জাতির সেবা করতে পারবে বলে আমি আশা করি। পরিশেষে, আমি এ ধরণের একটি সুন্দর আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

আরও পড়ুন:  নানা কর্মসূচিতে হাবিপ্রবিতে শেখ রাসেল দিবস পালিত

এছাড়াও দিবসটি সফল করার লক্ষ্যে আগামী ২২ অক্টোবর’২৪ তারিখে একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading