সামাজিক যোগযোগ মাধ্যমে ভাই’রাল হওয়ার একটি ভিডিওতে সেজদায় পড়ে ফি’লি’স্তিনিদেরকে ম’স’জিদে আকসায় প্রবেশ করতে দেখা যায়। আপনজনদের হা’রা’নোর বেদনায় আ’ক্রা’ন্ত সবার মনে ফিরে আসে আনন্দ ও উচ্ছ্বাস।
আজ শুক্রবার থেকে কার্যকর হওয়া যু’দ্ধবিরতির মধ্য দিয়ে ১১ দিনের স’হিং’সতার অবসান হলো। এই স’হিং’সতায় কমপক্ষে দু’শ ৩২ জন ফি’লি’স্তিনি নি’হ’ত হয়েছের। এর মধ্যে ৬৫ জন শি’শুও আছে। আর ই’স’রায়েলি নি’হ’ত হয়েছেন ১২জন। এর মধ্যে দুইজন শি’শুও রয়েছে।
এর আগে গত মধ্যরাতে ই’স’রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে গাজায় হা’ম’লা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নেতানিয়াহুর অফিসের ঘোষণার আগে বৃহস্পতিবার ই’স’রায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যু’দ্ধবিরতির এই সম্মতি আসে। ই’স’রায়েলি মন্ত্রিসভা’র বিবৃতিতে বলা হয়েছে, মিসরের দেওয়া সমঝোতা প্রস্তাব অনুযায়ী যু’দ্ধবিরতিতে তারা সম্মত। তবে এই যু’দ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’