হাবিপ্রবি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভয়াল ২১ আগস্ট স্মরণে স্বেচ্ছায় রক্তদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট ২০২১) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত হয়ে মহতী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্বদ্যিালয়টির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো: ফজলুল হক (বীর মুক্তিযোদ্ধা), প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ ও চীফ মেডিকেল অফিসার ডা. মো. নজরুল ইসলামসহ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালনে স্বাস্থ্যবিধি মেনে আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে হাবিপ্রবি । এরই ধারাবাহিকতায় ভয়াল ২১ আগস্ট স্মরণে স্বাস্থ্যবিধি মেনে হাবিপ্রবি’র শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান এবং বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ২০০৪ সালের আজকের এই দিনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার উদ্দ্যেশে তাঁর এক জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী শহীদ হয় এবং আহত হয় প্রায় কয়েক শতাধিক মানুষ ।