ঢাকাসোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

হাবিপ্রবি ছাপনিবি’র নতুন সহকারী পরিচালক মাইন উদ্দিন ও মিজানুর রহমান

প্রতিবেদক
বুলেটিন বার্তা
সেপ্টেম্বর ২০, ২০২১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাইন উদ্দিন ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হলের সরকারি হল সুপার জনাব মোহাম্মদ মাইন উদ্দিন, সহকারী অধ্যাপক, একাউন্টিং বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদ, হাবিপ্রবি-এর সহকারী হল সুপার পদের মেয়াদ গত ১৪.০৩.২০২১ তারিখে শেষ হওয়ায় উক্ত পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক বিশ্ববিদ্যালয় আইন এর ১১ নং ধারা (৮) এবং (১২) নং উপধারা মূলে তার নিজ দায়িত্বে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে সহকারী পরিচালক( ছাত্র পরামর্শ ও নির্দেশনা) পদে নিয়োগ প্রদান করা হলো।

অপর একট অফিস আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয় আইন এর ১১ নং ধারা (৮) এবং (১২) নং উপধারা মূলে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ,হাবিপ্রবি এর সহকারী অধ্যাপক মো:মিজানুর রহমান কে তার নিজ দায়িত্বে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, শুরুতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি উপাচার্য মহোদয়ের প্রতি। স্যার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। এজন্য সকলের নিকট দোয়া চাই।

নবনিযুক্ত সহকারী পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন রাসেল জানান, ধন্যবাদ ও কৃতজ্ঞতা  মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের প্রতি। স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন যথাযথভাবে পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুনঃ  জাতীয় শোক দিবসে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে হাবিপ্রবি

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ

দুর্গা পূজায় টানা চার দিন বেনাপোলে আমদানি- রপ্তানি বানিজ্য বন্ধ

আইন নিজের হাতে তুলে না নিতে প্রধানমন্ত্রীর আহ্বান

হাবিপ্রবিতে শিক্ষকদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাবিপ্রবির রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে আবরার-দিলরুবা

এসডিএস’র আরএমটিপি প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ ও সমঝোতাপত্র স্বাক্ষরিত

হাবিপ্রবি কর্মকর্তা মোহিবুল্লাহ সালাফীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ

সবজি চাষে নিরাপদ প্রযুক্তি ব্যবহারে আয় বেড়েছে কৃষকদের

ইউজিসি চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ’কে কুড়িকৃবি উপাচার্যের অভিনন্দন

মাদক সেবন নিরুৎসাহিত করতে হাবিপ্রবিতে র‍্যালি

গরুর নাম ‘ত্যাগ’ ওজন ১ হাজার কেজি