ঢাকারবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

২২ জেলায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছাবে গ্রীন ভয়েস

প্রতিবেদক
বুলেটিন বার্তা
সেপ্টেম্বর ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আর্থিক সহযোগিতায় ২২ টি জেলা ও উপজেলায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করবে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। এরই অংশ হিসেবে আজ বেলা ১১ টায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)এর যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর কবির।

এ সময় তিনি বলেন, করোনার শুরু থেকেই আমরা খাদ্য,স্বাস্থ্য সুরক্ষা, আর্থিকভাবে সহযোগিতা প্রদানের মাধ্যমে যথাসম্ভব চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর। এরই ধারাবাহিকতায় এবার ইউসিবি ব্যাংকের সহযোগিতায় ৭০০ পরিবারকে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ৮০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার পাশাপাশি ২২ টি জেলায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ক্রমান্বয়ে যেখানে সল্পতা দেখা দিবে সেখানেই আমরা সাধ্যমত এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আশাকরি এর মাধ্যমে কিছুটা হলেও গরীব, অসহায় মানুষেরা উপকৃত হবে। সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে সাথে আমাদের পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রীন ভয়েসের উক্ত সিলিন্ডার সরবরাহ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সমন্বয়ক হুমায়ুন কবীর সুমনসহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, বিভাগীয় সমন্বয়ক ও বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, পরিবেশবাদী যুব সংগঠন ২০০৫ সালে ” যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে স্লোগানে প্রতিষ্ঠা লাভ করে। এরপর থেকেই পরিবেশ রক্ষার আন্দোলনসহ সামাজিক স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কর্মসূচিতে পালন করে আসছে।।

আরও পড়ুনঃ  ইউজিসির অভিন্ন নীতিমালার তীব্র নিন্দা ও প্রতিবাদ হাবিপ্রবি শিক্ষকদের

সর্বশেষ - জাতীয়

নির্বাচিত সংবাদ