স্পোর্টস ডেস্ক: আগামী কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব উন্মাদনার আসর ফুটবল বিশ্বকাপ। এর মধ্যে শুরু হয়েছে কাতার বিশ্বকাপের চুলচেরা বিশ্লেষণ। কে পাবে বিশ্বকাপ ট্রপি- এ নিয়ে চলছে আলোচনা, তর্কযুদ্ধ ও গবেষণা।
এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে, এবারের ফুটবল বিশ্বকাপ জিতবে ব্রাজিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাণিতিক মডেলে আরও বলা হয়েছে, সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাবেন নেইমাররা। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাবে পর্তুগাল।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জশোয়া বুল তার এক গবেষণায় দাবি করেছেন, এবারের বিশ্বকাপে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। তাদের শিরোপা জেতার সম্ভাবনা ১৪.৭২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। তাদের সম্ভাবনা ১৪.৩৬%। তৃতীয়তে থাকা নেদারল্যান্ডসের ৭.৮৪%। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স অবস্থান করছে পাঁচে। যাদের সম্ভাবনা ৬.৩৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয়টির গাণিতিক মডেলের সাহায্যে এই পরিসংখ্যান দিয়েছেন জশোয়া বুল। এই মডেল তিনি সাজিয়ে প্রত্যেক দলের শক্তিমত্বা, সাম্প্রতিক পরিসংখ্যান ও খেলোয়াড়দের বয়স এবং অভিজ্ঞতা দিয়ে। –অক্সফোর্ড মেইল