ঢাকামঙ্গলবার , ১৬ জুলাই ২০২৪
  1. আনন্দধারা
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. কৃষি ও অর্থনীতি
  5. ক্যাম্পাস
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গল্প ও কবিতা
  9. গুরুত্বপূর্ণ ওয়েব লিংক
  10. চট্রগ্রাম
  11. চাকুরী বার্তা
  12. জনমত
  13. জাতীয়
  14. ঢাকা
  15. পরিবেশ ও বিজ্ঞান

সায়েন্সল্যাবে ছাত্রলীগ- আন্দোলনকারী মুখোমুখি

প্রতিবেদক
বুলেটিন বার্তা
জুলাই ১৬, ২০২৪
সায়েন্সল্যাবে ছাত্রলীগ–যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

বার্তবুলেটিন ডেক্সঃ রাজধানী ঢাকা সায়েন্সল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং সরকার সমর্থক লোকজন পাশাপাশি অবস্থান করছেন । দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সায়েন্সল্যাব ও ঢাকা কলেজ, নিউমার্কেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়াও দিচ্ছেন দুই পক্ষের লোকেরা। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন আহত হয়েছেন।

ঢাকা কলেজ ফটক অংশে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হাতে রামদা, রড, লোহার পাইপ, বাঁশ-কাঠের লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতেও লাঠিসোঁটা দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান করে গতকাল শিক্ষার্থীদের ওপর চালানো হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিলেন। এমন সময় বেলা দুইটার দিকে ছাত্রলীগের নেতা–কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এখনো তাঁদের নেতা–কর্মীরা ঢাকা কলেজ ও জিগাতলা এলাকায় অবস্থান নিচ্ছেন।

শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়, সেখান থেকে এলিফ্যান্ট রোড এলাকা, সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিউমার্কেট এলাকা থেকে আহত হয়ে বেলা তিনটার পর থেকে পথচারী, শিক্ষার্থী, ছাত্রলীগ, কোটা আন্দোলনকারীসহ ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত ব্যক্তিরা ইটপাটকেল ও লাঠির আঘাত পেয়েছেন।

আহত ব্যক্তিরা হচ্ছেন সাব্বির (২৪), হাবিব (২৪), জাহিদ (২৫), ইয়াছমিন (৩২), হাসান (২৭), মিরাজ (২৮), আরিফ (২১), লাভলু (৪৫), উসমান (৩২), হৃদয় (২১), মৃদুল (২৩), মো: নাহিদ (১৮) ও সজিব (২৩)।

ঢাকা কলেজের আহত শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মৃদুলের চাচাতো ভাই সিহাব বলেন, ‘সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের বাধা দেওয়ার সময় তাঁরা মৃদুলকে মারপিট করেন। আহত অবস্থায় মৃদুলকে বিকেলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’

আরও পড়ুনঃ  হোপসের নতুন সভাপতি এনায়েত উদ্দিন কায়সার, সাধারণ সম্পাদক সোহেলা আক্তার

সর্বশেষ - ক্যাম্পাস

নির্বাচিত সংবাদ
হাবিপ্রবিতে ১৫৫টি আসন ফাঁকা

হাবিপ্রবিতে অপেক্ষমাণ থেকে ভর্তির পর ১৫৫টি আসন ফাঁকা

ঠাকুরগাঁওয়ে লাগামহীন ভাবে বাড়ছে করোনা

রপ্তানির উৎসে কর কমানোর দাবি বিজিএমইএ’র

যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা সুপার গ্রেফতার

ছাত্রলীগের নতুন কমিটি

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক শেখ ইনান

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাবিপ্রবি ‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদের বৃক্ষরোপণ

মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ ফিলস্তিনের

স্বাস্থ্যবিধি মেনে হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু

নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে বশেমুরকৃবি শিক্ষক সমিতির শুভেচ্ছা

চিকিৎসকের অবহেলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাবিপ্রবি কর্মকর্তা