জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কুইজ সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণার পাশাপাশি পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাহফুজুল হক।
বুধবার (১৪ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার নূর জোনাক, সাজ্জাদ হোসেন, মারজিউর রহমান চৌধুরী, সায়মা প্রভা, শিউলী আক্তার, প্রিন্স রায় এবং সাবিকুন নাহার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জুনায়েদ ইসলাম, শাহী ফারজানা তাসমিন, আব্দুল্লাহ আলিফ, মো. রাজিনুর রহমান পিয়াল, ইমদাদুল হক পারভেজ, তৌহিদুর শুভ, হোসেন মো. আকবর লাম, তানিয়া বাহার হ্যাপি, মুখলাতুল জিনান ত্রিশা, পৃথ্বী সরকার ও সদরুল আমিন।
এছাড়া অর্থ সম্পাদক তুফায়েল আহমেদ ফাহিম এবং অফিস ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন আরাফাত হোসেন ইমন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন:
স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক: শাবিবা রহমান, কুইজ উইং সম্পাদক: আনিকা আনজুম ও রাকিবা সুলতানা সেতু,কনটেন্ট রাইটিং ও প্রকাশনা সম্পাদক: সামিয়া তাসনিম,যুগ্ম সম্পাদক: উম্মে মেহজাবিন, ডিজাইন সম্পাদক: সামিয়া সামাদ ইডিটর: সাদমান সাদিক, শিক্ষা ও গবেষণা সম্পাদক: প্রলয় সিংহ, ছাত্রকল্যাণ সম্পাদক: হৃধি হাবিব, আইটি ও উদ্ভাবন সম্পাদক: ফাহিম শাহরিয়ার, পরিকল্পনা সম্পাদক: সফিকুল ইসলাম, প্রেস ও মিডিয়া সম্পাদক: আলী হাসান মর্তূজা, ইভেন্ট ও লজিস্টিকস সেক্রেটারি: তাসফিয়া শাহিন সারা চৌধুরী, উপ-সম্পাদক: লিজন আহমেদ, প্রচার ও ব্র্যান্ডিং সম্পাদক: আরাফাত রহমান, নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সাকিব আল হাসান, জান্নাতুন নাঈম, সাদিয়া তাবাসসুম ও ইমরান হোসেন শামীম।
অনুষ্ঠানে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার সেরা পাঁচ বিজয়ী আসিফ ফারহান মাহিন, নাজমুল হাসান খান, দ্বীপ বিশ্বাস, মুশফিদা রহমান ও তানিয়া আক্তারকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
সাধারণ সম্পাদক মাহফুজুল হক বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা। কুইজ শুধু প্রতিযোগিতা নয়, এটি বিশ্লেষণী চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ও দলগত চর্চা শেখায়।”
সভাপতি আসিফ মাহমুদ বলেন, “জাবি কুইজ সোসাইটির তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। অতীতের মতো ভবিষ্যতেও আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা সহযোগী অধ্যাপক আফসানা হক বলেন, “শিক্ষার্থীদের এমন আয়োজন দেখতে দারুণ লাগে। ক্লাবটির ধারাবাহিক কর্মতৎপরতা প্রশংসনীয়। ভবিষ্যতে এই অভিজ্ঞতা তাদের বহির্বিশ্বেও কাজে লাগবে।”