জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুড়িকৃবি উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ:

Share post:

এম.আব্দুল মান্নান,বার্তাবুলেটিন: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানিয়েছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন । এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার ও হিসাব শাখার পরিচালক। এর আগে দিবসটি উপলক্ষে একটি শোক বাণী প্রকাশ করেন উপাচার্য।

ভাইস-চ্যান্সেলর প্রদত্ত বাণীতে বলা হয়, আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে দেশি-বিদেশি যড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বরণ করেন। সেদিন একই সঙ্গে শহীদ হন বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং নিকটাত্মীয়-স্বজন। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী । আমি শোকাহত চিত্তে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহর দরবারে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।

জাতীয় শোক দিবস

উপাচার্য বলেন, বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে নিয়ে সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধীচক্র তাঁকে হত্যা করে। এই হত্যার মধ্য দিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। ঘাতকদের উদ্দেশ্যই ছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙ্গে আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করা। এই জঘন্য হত্যাকান্ডের সঙ্গে জড়িত স্বাধীনতা বিরোধীচক্র ৭৫’র ১৫ আগস্টের পর থেকেই হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। ১৫ আগস্ট ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। “যতদিন রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান” । অন্নদা শংকর রায়ের এই কালজয়ী পংক্তিটির অন্তর্নিহিত তাৎপর্যের মধ্যেই আমরা বারবার তাঁকে খুঁজে ফিরি। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ‘৫৮ এর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ‘৬৬ এর ৬-দফা, ‘৬৯ এর গণঅভ্যুত্থান, ‘৭০ এর নির্বাচনসহ বাঙালির মুক্তি ও অধিকার আদায়ে পরিচালিত প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব নিয়েছেন বঙ্গবন্ধু । এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে জাতির স্বপ্নদষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করে বহু কাঙ্খিত স্বাধীনতা।

আরও পড়ুন:  ক্যাম্পাসে মাদক প্রতিরোধে ৪ দফা দাবিতে লাল-সবুজ সংঘের স্মারকলিপি

বঙ্গবন্ধু ছিলেন মাটি ও মানুষের, কৃষি ও কৃষকের একান্ত আপনজন । যুদ্ধবিধ্বস্ত সদ্য-স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় সবুজ বিপ্লবের সূচনা হয়। তিনি আধুনিক ও উন্নত কৃষির প্রয়াসে দেশের অন্যান্য কারিগরি গ্র্যাজুয়েটদের (ডাক্তার, ইঞ্জিনিয়ার) অনুরূপ কৃষি গ্র্যাজুয়েটদের চাকরির ক্ষেত্রে প্রথম শ্রেণির পদমর্যাদাসহ টেকনিক্যাল ভাতা প্রদানের ব্যবস্থা করেন। তাঁর কৃষি ও কৃষকের সুবিধার বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের অগ্রযাত্রা সূচিত হয়। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার জীবনাদর্শন অন্তরে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের অর্থনীনৈতিক উন্নয়নের এক অবাক বিস্ময় হলো শিল্প-সেবা-কৃষি এই তিনটি খাতই বাংলাদেশে একই গতিতে বেড়ে চলেছে। বাংলাদেশ আজ সারা বিশ্বে কৃষি উন্নয়নের এক অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আসুন, আজকের জাতীয় শোক দিবসে আমাদের সদিচ্ছা ও আন্তরিকতাকে সুসংহত করে জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি- এই হোক আমাদের শোক দিবসের অঙ্গীকার।

spot_img

সংবাদ সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম )প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

বিপুল মিয়া,বার্তাবুলেটিন: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে আন্তর্জাতিক সংকলন ‘The...

ফুলবাড়ীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা...

ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ গ্রীন ভয়েসের ৭ দাবি

পরিবেশ সুরক্ষায় পুরনো যানবাহনের ব্যবহার বন্ধ করা ও কালো ধোঁয়া নির্গমন ঠেকাতে ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করাসহ ৭ দফা...

Discover more from bartabulletin.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading