নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎস্বর্গকারী বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের আজকের এ দিনে ভৈরব ব্রিজের কাছে আশুগঞ্জে মরণপণ যুদ্ধে তিনিসহ আরো বেশ কয়েকজন মুক্তিকামী বাহিনীর সদস্য শহীদ হন।
নজিব উদ্দিন খুররম ততকালীন ইস্টবেঙ্গল রেজিমেন্ট ক্যাপ্টেন নাসিমের অধীনে মুক্তিযুদ্ধ করেন। পাকিস্তানি হানাদার বাহিনী জেট দ্বারা আক্রমণ করে শত্রু সেনাদের হেলিকপ্টারে নামিয়ে দিলে মুক্তিবাহিনীর সাথে তুমুল সংঘর্ষে বাধে। এ সংঘর্ষে বাংলার মুক্তিকামী মানুষকে পাকিস্তানের শোষণ, নিপীড়নের হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেন।
খুররম ছিলেন ঢাকা কলেজের মেধাবী ছাত্র।১৯৫৩ সালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের এক সম্ভ্রান্ত খাঁন পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাবা আলাউদ্দিন খাঁন ছিলেন তত্কালীন বাংলাদেশ জুট বোর্ডের পরিচালক। সাত ভাই বোনের মধ্যে তিন ছিলেন চতুর্থ।
মহান এই মুক্তিযোদ্ধার স্মরণে তার ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেপরিবারের পক্ষে সহোদর সোনিয়া এন্ড সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত উদ্দিন মো. কায়সার খান তার আত্মার মাগফেরাত ও শান্তি কামনার দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করেছেন।