নিজস্ব প্রতিনিধি: করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাক্স, লিফলেট ও গাছ বিতরণ করেছে গ্রীন ভয়েস ভুরুঙ্গামারি উপজেলা শাখার সবুজ বন্ধুরা।
বুধবার ভুরুঙ্গামারী উপজেলায় করোনা যোদ্ধা সবুজ বন্ধুদের উদ্যোগে ভুরুঙ্গামারীর জনসাধারনের মাঝে করোনার ভয়াবহতা তুলে ধরে মাস্ক বিতরন, মাস্ক পড়ার গুরুত্ব, জনসচেতনতা মূলক লিফলেট ও হেন্ড মাইকে বিভিন্ন সচেতনতার বার্তা প্রচার করেন গ্রীন ভয়েসের সবুজ বন্ধুরা।
সচেতনতা এ ক্যাম্পেইন এর নেতৃত্বে থাকা হাবিপ্রবি গ্রীন ভয়েস শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার তুর্য্য লিটন জানান, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের ৬৪টি জেলায় “করোনা যোদ্ধা” নামে জনসচেতনতামূলক কাজ করছে গ্রীন ভয়েসের স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয় এবং জেলা ইউনিটের বন্ধুরা। এরই ধারাবাহিকতায় গত দুইদিন ধরে নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করে কাজ করছে গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার বন্ধুরা।
মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন, ভুরুঙ্গামারী থানার অফিসার ইন চার্জ মোঃ আলমগীর হোসেন, মোঃ শামীম রানা, মোঃ রোকনুজ্জামান, নাসির হোসেন, শরিফুল ইসলাম, রুমি, মিমসহ গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সবুজপ্রেমী সচেতন বন্ধুরা